বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়েবসাইটে (cse.buet.ac.bd) বিভাগের শিক্ষার্থীদের তৈরি করা ওয়েবসাইটে অন্য বিভাগের শিক্ষার্থীরাও নানা অনিয়ম এবং অভিযোগ জানিয়ে পোস্ট করতেন।
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর থেকে ওয়েবসাইটে আরও বিভিন্ন রকম অন্যায়-অত্যাচারের পোস্ট দিয়ে প্রতিবাদ জানানোর পর থেকে পেজটি বন্ধ করে দেওয়া হয় বলে জানা যায়।
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) এবং ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানগুলোকে পেজটি বন্ধের নির্দেশনা দিয়ে বুধবার (৯ অক্টোবর) চিঠি পাঠানো হয়েছে।
একটি আইএসপি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা ওই ওয়েবসাইটটি বন্ধের নির্দেশনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্দেশনার পর পরই বুধবার সন্ধ্যা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এমআইএইচ/এএ