নির্ভরযোগ্য প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম টেক রাডার বলছে, আমরা এখন থেকে বছরের পর বছর আইফোন-এসই২ এর গুঞ্জন শুনেছি। কিন্তু সর্বশেষ গুঞ্জন বলছে, ২০২০ এর মাঝামাঝিতে নতুন সাশ্রয়ী মূল্যের আইফোনটি লঞ্চ হয়ে যেতে পারে।
জনপ্রিয় অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও জানিয়েছেন, ৩৯৯ ডলারে অর্থাৎ প্রায় ৩৩ হাজার ৭০০ টাকা দাম ধরে লঞ্চ হবে আইফোন-এসই২।
মিং-চি কুও আপকামিং অ্যাপল ডিভাইস নিয়ে সবসময়ই বিশ্লেষণ এবং তথ্য সরবরাহ করে থাকেন। তার অ্যাপল ভবিষ্যদ্বাণী পুরোপুরিভাবে না মিললেও প্রায় কাছাকাছিতে থাকে।
তবে দাম ছাড়া আইফোন-এসই২ সম্পর্কে তেমন কোনো তথ্য দিতে পারেননি মিং-চি কুও বা অন্যান্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। কিন্তু ধারণা করছেন, এই নতুন ফোন বাজারে এলে একই দামের ‘ওয়ান প্লাস, ‘স্যামসাং’ ‘আসাস’ ও ‘সাওমির’ ফোনগুলো ব্যবসা করতে পারবে না। এদের পুরো টেক্কা দেবে আইফোন-এসই২।
ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন নিয়ে বিভিন্ন টেক ওয়েবসাইট বলছে, ‘আইফোন-১১’ এর ‘এ-১৩’ প্রসেসরই থাকবে আইফোন-এসই২ তে। সেইসঙ্গে থাকতে পারে তিন জিবি এলপিডিআর-৪এক্স র্যাম। কিন্তু ডিজাইনের ক্ষেত্রে বেশ ভিন্নতা থাকতে পারে। বলা হচ্ছে, আইফোন-১১ এর তুলনায় একটু কার্ভি হবে ফোনটি। ডিজাইনের আইফোন-৮ এর মতো দেখতে হতে পারে। তবে স্ক্রিন সাইজ আইফোন-১১ এর সমান হবে বলেই জানা গেছে।
গেল সেপ্টেম্বরে বাজারে এসেছে আইফোন-১১। এর তিনটি ভার্সনই দামের দিক দিয়ে বেশ প্রিমিয়াম। এছাড়া স্পেসিফিকেশনের দিক থেকে এর প্রায় কাছাকাছিতে থেকে ফোন এনেছে ওয়ান প্লাস ও স্যামসাং। যে কারণে ‘পিছিয়ে পড়ছে’ অ্যাপল। তাই হয়তো কম দামের ফোন এনে সবার ক্রেতা ধরতে পরিকল্পনা করছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
টিএ