ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাধ্যের মধ্যে ফোন আনছে অ্যাপল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
সাধ্যের মধ্যে ফোন আনছে অ্যাপল আইফোন

ঢাকা: শিগগির কম দামের মধ্যে ফোন আনার পরিকল্পনা করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। যদিও মধ্যবিত্তদের সাধ্যের কথা চিন্তু করে ২০১৯-এই ‘আইফোন-এসই২’ মডেলের ফোনটি লঞ্চ হওয়ার গুঞ্জন ছিল। তবে এবার বলা হচ্ছে- ২০২০ সালের মাঝামাঝিতে ফোনটি বাজারে ছাড়তে পারে অ্যাপল।

নির্ভরযোগ্য প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম টেক রাডার বলছে, আমরা এখন থেকে বছরের পর বছর আইফোন-এসই২ এর গুঞ্জন শুনেছি। কিন্তু সর্বশেষ গুঞ্জন বলছে, ২০২০ এর মাঝামাঝিতে নতুন সাশ্রয়ী মূল্যের আইফোনটি লঞ্চ হয়ে যেতে পারে।

একইসঙ্গে এবার দীর্ঘ প্রতীক্ষিত ফ্যাগশিপ ডিভাইসটির লঞ্চ টাইমের একটি দামও ফাঁস হয়ে গেছে।

জনপ্রিয় অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও জানিয়েছেন, ৩৯৯ ডলারে অর্থাৎ প্রায় ৩৩ হাজার ৭০০ টাকা দাম ধরে লঞ্চ হবে আইফোন-এসই২।

মিং-চি কুও আপকামিং অ্যাপল ডিভাইস নিয়ে সবসময়ই বিশ্লেষণ এবং তথ্য সরবরাহ করে থাকেন। তার অ্যাপল ভবিষ্যদ্বাণী পুরোপুরিভাবে না মিললেও প্রায় কাছাকাছিতে থাকে।

তবে দাম ছাড়া আইফোন-এসই২ সম্পর্কে তেমন কোনো তথ্য দিতে পারেননি মিং-চি কুও বা অন্যান্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। কিন্তু ধারণা করছেন, এই নতুন ফোন বাজারে এলে একই দামের ‘ওয়ান প্লাস, ‘স্যামসাং’ ‘আসাস’ ও ‘সাওমির’ ফোনগুলো ব্যবসা করতে পারবে না। এদের পুরো টেক্কা দেবে আইফোন-এসই২।

ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন নিয়ে বিভিন্ন টেক ওয়েবসাইট বলছে,  ‘আইফোন-১১’ এর ‘এ-১৩’ প্রসেসরই থাকবে আইফোন-এসই২ তে। সেইসঙ্গে থাকতে পারে তিন জিবি এলপিডিআর-৪এক্স র‌্যাম। কিন্তু ডিজাইনের ক্ষেত্রে বেশ ভিন্নতা থাকতে পারে। বলা হচ্ছে, আইফোন-১১ এর তুলনায় একটু কার্ভি হবে ফোনটি। ডিজাইনের আইফোন-৮ এর মতো দেখতে হতে পারে। তবে স্ক্রিন সাইজ আইফোন-১১ এর সমান হবে বলেই জানা গেছে।

গেল সেপ্টেম্বরে বাজারে এসেছে আইফোন-১১। এর তিনটি ভার্সনই দামের দিক দিয়ে বেশ প্রিমিয়াম। এছাড়া স্পেসিফিকেশনের দিক থেকে এর প্রায় কাছাকাছিতে থেকে ফোন এনেছে ওয়ান প্লাস ও স্যামসাং। যে কারণে ‘পিছিয়ে পড়ছে’ অ্যাপল। তাই হয়তো কম দামের ফোন এনে সবার ক্রেতা ধরতে পরিকল্পনা করছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।