ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন লোগোতে ফেসবুক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
নতুন লোগোতে ফেসবুক

ঢাকা: নিজেদের নতুন লোগো উন্মোচন করেছে বিশ্বের বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুক’।

মঙ্গলবার (৫ নভেম্বর) এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আগে ফেসকবুকের লোগোতে প্রথম অক্ষর ব্যতীত বাকিগুলো ছিল স্মল লেটারে (Facebook)।

নতুন লোগোতে সবগুলো অক্ষরই দেখা যাবে ক্যাপিটাল লেটারে (FACEBOOK)। এছাড়া লোগোর রঙ-ও পরিবর্তন করা হয়েছে। এর আগে রঙ ছিল নীল। নতুন লোগো হবে মাল্টিকালারের (বিভিন্ন রঙের মিশ্রন)।

শুধু ফেসবুকেই নয়, এর আওতাধীন অন্যান্য অ্যাপগুলোতেও এই নতুন লোগোই দেখা যাবে। এগুলো হলো- ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপ।

তবে ব্যবহারকারীরা কবে নাগাদ অ্যাপসহ অন্যান্য মাধ্যমে নতুন লোগো দেখতে পাবে, এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

নানা ইস্যুতে বেশ কয়েক বছর ধরেই বিতর্কিত ফেসবুক। আন্তর্জাতিকভাবেই নানা আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছে এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে। সম্প্রতিও নানা গুঞ্জন উঠেছে ফেসবুককে নিয়ে। এসব কিছুর জেরেই রি-ব্র্যান্ডিং করতে নিজেদের নতুন লোগো আনলো ফেসবুক।  

তবে এত আলোচনার-সমালোচনা পরেও ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা কম নয়। বর্তমানে বিশ্বব্যাপী বিখ্যাত এই যোগাযোগমাধ্যমের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় আড়াই বিলিয়ন।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।