ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৮৮ হাজারে গেম ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১১

বিখ্যাত ডেল ব্র্যান্ডের এক্সপিএস সিরিজের ‘এল৫০২এক্স’ মডেলের ল্যাপটপ এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৫.৬ ইঞ্চি।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

টার্বো বুস্ট প্রযুক্তি এবং হাইএন্ড গ্রাফিকসের এ ল্যাপটপ গেমারদের জন্য আর্দশ। আকর্ষণীয় ডিজাইনের এ ল্যাপটপে আছে ২.৩ গিগাহার্টজ গতির দ্বিতীয় প্রজন্মের ইন্টেল কোরআই-৫ প্রসেসর, এনভিডিয়া জিফোর্স জিটি ৫৪০এম গ্রাফিক্স ইঞ্জিনের ২জিবি ভিডিও মেমোরি, ১৫.৬ ইঞ্চির প্রশস্ত ডিসপ্লে, ৪জিবি ডিডিআর৩ র‌্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক এবং ডিভিডি রাইটার।

এ ছাড়াও যোগাযোগে আছে ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, ৫.১ অডিও, ২০ ওয়াট সাবউফারসহ স্পিকার, ওয়েবক্যাম, মেমোরি কার্ড রিডার, এইচডিএমআই পোর্ট, ইউএসবি ২.০ এবং ইউএসবি ৩.০ পোর্ট সুবিধা।

সঙ্গে আছে সুদৃশ্য ল্যাপটপ ব্যাগ। এ মুহূর্তে দাম ৮৮ হাজার টাকা। অনুসন্ধানে: গ্লোবাল ব্র্যান্ড। হ্যালো: ০১৭১৩ ২৫৭৯০৫, ৮১২৩২৮১।

বাংলাদেশ সময় ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।