ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইটি ইনোভেশনের নিবন্ধন শুরু

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১
আইটি ইনোভেশনের নিবন্ধন শুরু

এবারের বেসিস সফটএক্সপো২০১২ আসন্ন। তাই এখন চলছে প্রস্তুতি পর্বের কাজ।

এ উপলক্ষে নতুন আইনস্টাইনের খোঁজে বেসিসের ‘আইটি ইনোভেসন সার্চ প্রোগ্রাম-আবিস্কারের খোঁজে২০১২’ শুরু হয়েছে।

২০০৫ সাল থেকে বেসিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির মাধ্যমে তরুন প্রজন্ম তাদের নতুন নতুন উদ্ভাবনীর ধারনার সৃষ্টি ও সচেতনতাই এ প্রতিযোগিতার উদ্দেশ্য।

এ প্রতিযোগিতায় যে কোনো বয়সের শিক্ষার্থী এবং পেশাদারীরা অংশগ্রহণ করতে পারবেন। গতবারের মতো এবারও পুরস্কার হিসেবে বিজয়ীকে ১ লাখ টাকা দেওয়া হবে।

এ প্রতিযোগিতায় অংশ নিতে (www.softexpo.com.bd) এ ঠিকানায় প্রবেশ করতে পারেন। আবেদনে শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর।

বাংলাদেশ সময় ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।