ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টুইটারে সৌদি প্রিন্সের ৩০ কোটি ডলার

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১১
টুইটারে সৌদি প্রিন্সের ৩০ কোটি ডলার

এবার টুইটার পেল ৩০ কোটি (১৯ কোটি ৪০ লাখ ইউরো) মার্কিন ডলার। বিনিয়োগকারীও কোনো সাধারণ ব্যবসায়ী নন।

একেবারে সৌদি প্রিন্স আলওয়ালেদ বিন তালাল। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

সৌদী প্রিন্স আলওয়ালেদ বিন তালালের ব্যবসায়ী প্রতিষ্ঠান কিংডম হোল্ডিং কোম্পানি (কেএইচসি) সূত্র জানিয়েছে, এ বিনিয়োগের জন্য কয়েক মাস ধরেই আলোচনা চলছিল। অবশেষে টুইটার সৌদি বিশ্বের এ বিনিয়োগ নিতে সম্মত হয়।

এ মুহূর্তে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে সৌদি প্রিন্স আলওয়ালেদ বিন তালাল অন্যতম। মিডিয়া এবং প্রযুক্তি ব্যবসায় এ আলোচিত ব্যক্তির বিনিয়োগ আগ্রহ বরাবরই একটু বেশি। মধ্যপ্রাচ্য এ প্রিন্সকে মিডিয়া এবং প্রযুক্তিবান্ধব বিনিয়োগকারী হিসেবেই বেশি চেনেন।

এ ছাড়াও আরব বিশ্বের সবচেয়ে বেশি মিডিয়ায় বিনিয়োগ করেছেন এ সৌদি প্রিন্স। এর মধ্যে নিউজ করপোরেশন অন্যতম। এ মুহূর্তে আলওয়ালেদ বিন তালাল বিশ্বের শীর্ষ ১৯তম ধনী ব্যক্তির তালিকাভুক্ত।

এ বিনিয়োগ প্রসঙ্গে সৌদি প্রিন্স আলওয়ালেদ বিন তালাল জানান, সম্ভাবনাময় সামাজিক মিডিয়া খাতে কেএইচসি সব সময়ই আগ্রহ প্রকাশ করে আসছে। নতুন এ বিনিয়োগ আবারও সে কথাই প্রমাণ করে। আগামীর বিশ্ব হবে সামাজিক মিডিয়াবান্ধব। আর এ খাতে বিনিয়োগ তাই পুরো অর্থেই ঝুঁকিমুক্ত।

বাংলাদেশ সময় ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।