ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পিজিসিবি’র অপটিক্যাল ফাইবার ব্যবহার করবে টেলিটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
পিজিসিবি’র অপটিক্যাল ফাইবার ব্যবহার করবে টেলিটক

ঢাকা: নেটওয়ার্ক সম্প্রসারণে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) অপটিক্যাল ফাইবার ভাড়ার ভিত্তিতে ব্যবহার করবে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) টেলিটক ও পিজিসিবি’র মধ্যে একটি চুক্তি সই হয়।  

টেলিটকের কর্মকর্তারা জানান, এ লিজ চুক্তির আওতায় পিজিসিবি থেকে টেলিটক ভাড়ার ভিত্তিতে দেশব্যাপী অপটিক্যাল ফাইবার ব্যবহার করতে পারবে।

 

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন ও পিজিসিবির কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।  এসময় উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এমআইএইচ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।