শাহরিয়ার আহমেদের মতো যারা ক্রেডিট কার্ডের পেমেন্ট করা নিয়ে প্রতিনিয়ত ঝামেলা পোহাচ্ছেন, তাদের জন্য ঘরে বসেই সব ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ড থেকে বিল পেমেন্ট করার সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এতে করে যে কোনো সময়, যে কোনো স্থান থেকে বিকাশ অ্যাপে লগইন করে ‘পে বিল’ অপশন থেকে সহজেই ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা যাবে।
বিকাশঅ্যাপ এর মাধ্যমে ভিসা কার্ডের বিল পেমেন্ট করার প্রসেসটি একদম সিম্পল। প্রথমে আপনাকে বিকাশ অ্যাপ-এ লগইন করে পে বিল অপশনে যেতে হবে। সেখান থেকে ভিসা ক্রেডিট কার্ড বিল অপশনে ট্যাপ করে ভিসা কার্ড নাম্বার টাইপ করতে হবে। তারপর শর্তাবলী দেখে বিলের পরিমাণ দিয়ে নিজের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে নিচে ‘ট্যাপ অ্যান্ড হোল্ড টু পে বিল’ অপশনে ট্যাপ করে রাখতে হবে। সাথে সাথেই আপনার ক্রেডিট কার্ডের বিল পে করা হয়ে যাবে।
বিকাশ অ্যাপ-এ ভিসা ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার জন্য গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করতে হবে। বিকাশ অ্যাকাউন্ট না থাকলে জাতীয় পরিচয়পত্র দিয়ে মিনিটেই বিকাশ অ্যাকাউন্ট খোলা যাবে। তারপ সাইন ইন করে লগইন করলেই উপভোগ করা যাবে এই সেবা। আর যাদের ইতোমধ্যে বিকাশ অ্যাকাউন্ট আছে তারা শুরুতেই অ্যাপ-এ লগইন করে এই সেবা উপভোগ করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এইচজে