ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুটিয়ে যাচ্ছে মাইক্রোসফট!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১১
গুটিয়ে যাচ্ছে মাইক্রোসফট!

এবারে নিজেকে আন্তর্জাতিক আসর থেকে গুটিয়ে নিচ্ছে মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত ইন্টারন্যাশনাল কনজ্যুমার ইলেকট্রনিক (সিইএস) প্রদর্শনীতে এবারই শেষ অংশ নিচ্ছে মাইক্রোসফট।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

লাসভেগাসের ২০১২ সালে সিইএস আসর শুরু হচ্ছে আগামী ৯ জানুয়ারি। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রযুক্তিপণ্য প্রদর্শনীতে সময়ের উদ্ভাবিত পণ্যগুলো প্রদর্শন করা হয়। এতে ভোক্তাদের সরাসরি মতামতও নেওয়া হয়।

বিশ্ববাজারে আত্মপ্রকাশের আগে প্রযুক্তিপণ্যগুলোকে এ আসরে হাজির করা হয়। শেষমুহূর্তে ভোক্তাদের মতামতের ভিত্তিতে অনেক পণ্যের মধ্যে প্রযুক্তিগত সংযোজন-বিয়োজনের উদাহরণও আছে।

শুধু যুক্তরাষ্ট্রের নয়, বিশ্বের বহুল আলোচিত এ প্রযুক্তিপণ্য প্রদর্শনীতে এবার দেড় লাখ দর্শনার্থী আসবে বলে আয়োজক সূত্র আশা প্রকাশ করছেন। ঘরোয়া ফ্যাশন থেকে শুরু করে উচ্চপর্যায়ের ব্যবসায় প্রয়োজনীয় সব ধরনের পণ্যের প্রদর্শনই এখানে হয়।

সফটগুরু হিসেবে পরিচিত মাইক্রোসফট এবারই শেষবারের মতো সিইএস প্রদর্শনীতে অংশ নিচ্ছে। হুট করে মাইক্রোসফটের এমন সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে বিশ্বপ্রযুক্তিতে নানা গুঞ্জন ছড়িয়েছে।

মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বলমার জানান, এ আসরে প্রকাশিতব্য উইন্ডোজ৮ অপারেটিং সিস্টেম প্রদর্শন করবে মাইক্রোসফট। তবে উইন্ডোজ৮ এর পুরো তথ্যচিত্র দর্শনার্থীরা এখানে দেখতে পারবে না।

উইন্ডোজ৮ পুরোপুরি ব্যবহারযোগ্য এবং বাজারে আসতে আরও এক বছরেরও বেশি সময় লাগতে পারে। তাই এ নিয়ে মাইক্রোসফট আত্মবিশ্বাসী নয় বলে মন্তব্য করেন প্রযুক্তি শিল্প বিশ্লেষক রব এন্ডারলি। তবে আগামী সিইএস আসরে মাইক্রোসফট অনুপস্থিত থাকবে এটা নিশ্চিত।

বাংলাদেশ সময় ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।