ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইনটেলের বোর্ড চেয়ারম্যান হলেন বাংলাদেশি ওমর ইশরাক

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
ইনটেলের বোর্ড চেয়ারম্যান হলেন বাংলাদেশি ওমর ইশরাক

বিশ্বের বৃহত্তম প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইনটেলের বোর্ড চেয়ারম্যান হলেন বাংলাদেশি ওমর ইশরাক।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ইন্টেল বোর্ড চেয়ারম্যান হিসেবে ওমর ইশরাকের নাম ঘোষণা করে।

তিনি অ্যান্ডি ব্রিয়ান্টের স্থলাভিষিক্ত হবেন।

অ্যান্ডি ২০১২ সাল থেকে বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, খুব দ্রুত ওমর ইশরাক বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন।

ইশরাক বর্তমানে মেডিক্যাল ডিভাইস নির্মাণ প্রতিষ্ঠান মেডট্রনিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। যদিও আসছে এপ্রিলে সে পদ থেকে তার অবসর নেওয়ার কথা।

ওমর ইশরাক ২০১৭ সাল থেকে ইনটেলের বোর্ডে রয়েছেন।

বাংলাদেশে বেড়ে ওঠা ওমর ইশরাক ইলেকট্রনিক ইঞ্জিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন ইউনিভার্সিটি অব লন্ডন থেকে। ওই একই বিশ্ববিদ্যালয় থেকে  তিনি করেছেন পিএইচডি।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।