ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুকের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
ফেসবুকের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড

হ্যাকিংয়ের কবলে পড়েছে ফেসবুকের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সাময়িকভাবে এ অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণ হ্যাকাররা নিলেও দ্রুত তা নিয়ন্ত্রণে নেয় ফেসবুক।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) ফেসবুকের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করার পর ‘আওয়ারমাইন’ নামের ওই গ্রুপটি লেখে, ‘ফেসবুকও হ্যাক করা সম্ভব’।

আওয়ারমাইন নামের ওই গ্রুপটির দাবি, তারা সাইবার দুর্বলতা তুলে ধরতেই এ ধরনের হামলা চালায়।

এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল লীগের বেশ কিছু অ্যাকাউন্ট তারা হ্যাক করেছিল।

ফেসবুকের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার পর তারা একটি বিবৃতি পোস্ট করে। সেখানে লেখা হয়, ‘ফেসবুকও হ্যাক করা সম্ভব। তবে, তাদের নিরাপত্তা টুইটারের চেয়ে ভালো। ’

হ্যাকিংয়ের ঘটনা স্বীকার করে টুইটার জানায়, তৃতীয় পক্ষের মাধ্যমে এ হ্যাকিং করা হয়েছে।

আওয়ারমাইনের দাবি, নিরাপত্তার অভাবের বিষয় তুলে ধরতে তারা এ ধরনের হামলা চালায়। এ ধরনের হামলার শিকার ব্যক্তি প্রতিষ্ঠানকে তারা তাদের সেবা ব্যবহারের পরামর্শ দেয়।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।