ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপলকে ১২ লাখ ডলার জরিমানা!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১
অ্যাপলকে ১২ লাখ ডলার জরিমানা!

আবারও অর্থ আইনের ফেরে পড়ল অ্যাপল। এবারের জরিমানার অঙ্কটাও একেবারে কম নয়।

গায়ে লাগার মতোই। মামলা করেছে ইতালি। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

অ্যাপল ভোক্তাদের সেবাভিত্তিক ঠকানোর অভিযোগে এ অর্থ মামলা দায়ের করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এ স্বনামধন্য প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠানকে ৯ লাখ ইউরো (১২ লাখ ডলার) আর্থিক জরিমানা করা হয়েছে।

ইউরোপের অ্যান্ট্রিট্রাস্ট মামলার মুখপাত্র জানান, ইউরোপে ই-বুক বিপণন প্রক্রিয়ায় ভোক্তাদের সঙ্গে অনেকটা প্রতারণাই করেছে অ্যাপল। প্রাথমিক শর্তে যতগুলো সেবা বিনামূল্যে দেওয়ার কথা ছিলস এর অনেকগুলোই পূরণে ব্যর্থ হয়েছে অ্যাপল।

আর এ নিয়েই ভোক্তা অভিযোগের সুষ্ঠু তদন্তের ভিত্তিতে এ জরিমানা ঘোষণা করেছে আদালত। এ মুহূর্তে দক্ষিণ কোরিয়াতেও স্যামসাংয়ের সঙ্গে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে অ্যাপল।

এ বছরের শেষ ত্রৈমাসিক অর্থবছরে অ্যাপল ৬৬২ কোটি ডলার (৫০৬ কোটি ইউরো) আর্থিক লাভ করেছে। তাই এ ধরনের জরিমানা অনেকটাই সামলেও উঠছে বিশ্বব্যাপী আলোচিত এ প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময় ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।