সোমবার (২৩ মার্চ) এসসিএসএল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে এ মূহুর্তে প্রয়োজন সবার নিরাপদ থাকা।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা খান বলেন, বিশ্বের অনেক বড় বড় আইটি প্রতিষ্ঠান কর্মীদের বাসায় বসে কাজ করার সুযোগ দিয়েছে। তাই যাদের সুযোগ রয়েছে বাসায় বসে কাজ করার তারা পদক্ষেপটি নিয়ে তাদের অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।
তিনি বলেন, শুধু বাসায় কাজ করেই নিশ্চিন্ত হওয়া যাবে না। সুযোগ থাকলে কর্মীদের সুরক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লোভস, সাবান সরবরাহ করতে হবে। যারা আইটি প্রতিষ্ঠানে কাজ করেন তাদের করোনা ভাইরাস সচেতনতায় পদক্ষেপ নিয়ে অন্যদের সচেতন করতে হবে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
ইইউডি/আরআইস/