ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল ভক্তে সিঙ্গাপুর সেরা

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১১
ডিজিটাল ভক্তে সিঙ্গাপুর সেরা

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডিজিটাল পণ্য এবং ইন্টারনেট গ্রাহকের হিসাবে সিঙ্গাপুর এখন শীর্ষে। ডিজিটাল কনজ্যুমার প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।



সিঙ্গাপুরের ৮৫ ভাগ ডিজিটাল কনজ্যুমার মোবাইল ফোননির্ভর ইন্টারনেট ব্যবহার করে। ইন্টারনেটের ২৩ ভাগ গ্রাহক ঘরোয়াভাবে ট্যাবলেট কমপিউটার ব্যবহার করে।

জরিপ সূত্র জানিয়েছে, এ মুহূর্তে ইন্টারনেট পেনিট্রেশনের হিসাবে সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার সবেচেয়ে ওপরে অবস্থান করছে। এখন সিঙ্গাপুরের ৮৫ ভাগ গ্রাহক ডিজিটাল সামাজিক যোগাযোগ ব্যবস্থায় অভ্যস্ত হয়ে পড়েছেন। এ সংখ্যা পুরো দেশের জনসংখ্যার শতকরা ৬৭ ভাগ।                  

এ মুহূর্তে সিঙ্গাপুরের দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠীর বয়সসীমা ১৫ বছরের কাছাকাছি। পুরো দেশের জনসংখ্যার পরিসংখ্যানে এ সংখ্যা ৬৭ ভাগ। এ জনগোষ্ঠীই মূলত বেশি ইন্টারনেট ব্যবহার করে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর তুলনায় এ সংখ্যা গড়ে ২৯ ভাগ বেশি।

এখনও সিঙ্গাপুরে কমপিউটারের মাধ্যমেই সর্বাধিক গ্রাহক ইন্টারনেট উপভোগ করেন। আইফোন এবং আইপ্যাডের জনপ্রিয়তার সঙ্গে মোবাইল ডিভাইসে ইন্টারনেট সহজলভ্য হওয়ায় স্মার্টফোন এবং ট্যাবলেট পণ্যেয় ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়বে।

বাংলাদেশ সময় ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।