২৬ শে মার্চ (বৃহস্পতিবার) রাত ১২টার পর থেকে ওই ডুডল প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ থেকে ইন্টারনেটে গুগলে (www.google.com/ www.google.com.bd) প্রবেশ করলেই চোখে পড়বে স্বাধীনতা দিবসের ডুডলটি।
বাংলাদেশের জাতীয় ফুল শাপলাকে প্রাধান্য দিয়ে ডুডলটি বানানো হয়েছে। এতে দেখা যায়, একটি জলাশয়ে ৫টি ম্যাজেন্টা রঙের শাপলা ফুল ফুটে আছে, চারপাশে থালার মতো মেলে ধরা শাপলার সবুজ পাতা। লাল-সবুজ রঙের এই সমাবেশ যেন বাংলাদেশের পতাকার কথা স্মরণ করিয়ে দেয়। অন্যদিকে ৫টি শাপলা যেন পঞ্চাশতম স্বাধীনতা দিবসের স্মারক।
সাধারণত কোনো বিশেষ দিন, ঘটনা বা বিখ্যাত ব্যক্তিদের স্মরণ করতে নিজেদের হোম পেজে বিশেষ ডুডল প্রদর্শন করে গুগল। এরি অংশ হিসেবে বাংলাদেশের স্বাধীনতা দিবসকেও বেছে নিয়েছে তারা। এর আগেও নানা সময়ে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক দিন, গুণীজনদের নিয়ে ডুডল বানিয়েছে এ প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এইচজে