শনিবার (১১ এপ্রিল) রাকুতেন ভাইবারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯-এর কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে এ বছর ঘরে বসেই পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার।
সুস্থ ও নিরাপদে থাকার ওপর গুরুত্ব দিয়ে রাকুতেন ভাইবারের এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিজনেস ডেভলপমেন্টের সিনিয়র ডিরেক্টর অনুভব নায়ার বলেন, কোভিড-১৯-এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আমরা মানুষকে উৎসবসহ সবসময় সামাজিক দূরত্ব মেনে চলতে উৎসাহিত করছি। তবে, একটি প্রতিষ্ঠান হিসেবে বিশেষ দিনের গুরুত্ব আমরা বুঝি। তা সত্ত্বেও, এই প্রতিকূল সময়ে বাংলাদেশের মানুষকে নিজ নিজ ঘরে নিরাপদে থেকে প্রিয়জনদের সঙ্গে কানেক্টেড থাকার আহ্বান জানাই। ঘরে থাকা এই মানুষগুলোর মাঝে আনন্দ ছড়িয়ে দিতেই আমাদের এ উদ্যোগ।
ভাইবার তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে #stayathome সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জের মাধ্যমে বাংলাদেশের মানুষকে ঘরে থাকতে অনুরোধ করেছে। কোভিড-১৯-এর এই সঙ্কটকালীন সময়ে মানুষ যাতে নিজ কমিউনিটির সঙ্গে কানেক্টেড থাকতে পারে, তার বিভিন্ন কার্যকরী উপায় খুঁজছে বিভিন প্রতিষ্ঠান। রাকুতেনও এর বাইরে নয়। এ বছর বাংলা নববর্ষ ভিন্নভাবে উদযাপিত হবে। ভাইবারের সাহায্যে মানুষ এবারের পহেলা বৈশাখ দায়িত্বশীলভাবে উদযাপন করতে পারবে এবং প্রিয়জনদের সাথে কানেক্টেড থাকতে পারবে।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
জিসিজি/এইচজে