ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আবিষ্কারের খোঁজে প্রতিযোগিতার সময় বাড়লো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১২
আবিষ্কারের খোঁজে প্রতিযোগিতার সময় বাড়লো

ঢাকা: বেসিস সফট এক্সপো-২০১২ উপলক্ষে নতুন আইনস্টাইনের খোঁজে বেসিসের ‘আইটি ইনোভেশন সার্চ প্রোগ্রাম-আবিষ্কারের খোঁজে ২০১২’ প্রতিযোগিতার সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।

প্রতিযোগিতাটির আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।



প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

তথ্য প্রযুক্তির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ৭ বছর ধরে এই আয়োজন হয়ে আসছে।

জানা গেছে, প্রতিযোগিতার প্রাথমিক ও চূড়ান্ত পর্বের জন্য  একটি বিচারক প্যানেল থাকবে।

চ্যাম্পিয়ন ব্যক্তি অথবা দলকে ১ লাখ টাকার পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে।

বিস্তারিত জানার জন্য ভিজিট করতে হবে:  www.softexpo.com.bd

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।