নাতাশা তার ছোটভাই সোহেলকে ডেকে বললো গ্রামীণফোনের এ মুহূর্তে যেসব ইন্টারনেট প্যাক আছে তা অনলাইনে দেখে দেওয়ার জন্য। সোহেল তাকে জানালো, এখন সরাসরি বিকাশ অ্যাপের ভেতরেই গ্রামীণফোনের বিভিন্ন ইন্টারনেট প্যাকসহ সব ধরনের রিচার্জ অফারগুলো দেখা যাচ্ছে।
আপনিও যদি গ্রামীণফোনের গ্রাহক হয়ে থাকেন, তাহলে ঘরে বসেই বিকাশ অ্যাপ থেকে গ্রামীণফোনের ইন্টারনেট প্যাক, মিনিট অথবা কলরেট অফার কিনতে পারবেন মুহূর্তের মধ্যে। এজন্য প্রথমে বিকাশ অ্যাপের হোম থেকে মোবাইল রিচার্জ অপশনে যান। নম্বর দেওয়ার পর ডানে স্লাইড করে গ্রামীণফোনের ইন্টারনেট প্যাক, মিনিট এবং কলরেট অফারগুলো দেখে নিন। পছন্দের প্যাকটি সিলেক্ট করে পরের ধাপে যান। বিকাশ একাউন্টের পিন নম্বর দিন। সব তথ্য দেখে নিয়ে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন। লেনদেন সফল হলে কনফার্মেশন পাবেন। শুধু মোবাইল রিচার্জ নয়, এখন ঘরে বসেই প্রয়োজনীয় সব লেনদেন করতে পারবেন আপনার বিকাশ অ্যাপ দিয়ে। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
বিকাশ অ্যাপ ব্যবহার করার জন্য গুগল প্লেস্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করতে হবে। বিকাশ অ্যাকাউন্ট না থাকলে জাতীয় পরিচয়পত্র দিয়ে মিনিটেই বিকাশ অ্যাকাউন্ট খোলা যাবে। অ্যাপে লগইন করলেই দেখা যাবে অফারগুলো। নতুন এবং পুরোনো সব বিকাশ গ্রাহক অ্যাপ থেকে এ অফার উপভোগ করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মে ০১, ২০২০
ওএইচ/