ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশের প্রথম ‘অ্যাপেক্স লিজেন্ডস’ গেমিং টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মে ২, ২০২০
দেশের প্রথম ‘অ্যাপেক্স লিজেন্ডস’ গেমিং টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঢাকা: দেশে প্রথমবারের মতো প্লেস্টেশন (পিএসফোর) গেমারদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘অ্যাপেক্স লিজেন্ডস’ গেমিং টুর্নামেন্ট। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ACE ক্ল্যান।

শুক্রবার (১ মে) রাতে টুর্নামেন্টটি শেষ হয়। টুর্নামেন্টে দ্বিতীয় হয়েছে Ac1D ক্ল্যানের টিম Toxic ও তৃতীয় হয়েছে Nasty।

ইলেকট্রনিক আর্টস বা ইএ’র জনপ্রিয় ব্যাটল রয়েল ফার্স্ট পারসন শুটিং গেমস ‘অ্যাপেক্স লিজেন্ডস’ এর গেমারদের নিয়ে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। এটি দেশের প্রথম অ্যাপেক্স লিজেন্ডস টুর্নামেন্ট। শুধুমাত্র বাংলাদেশি গেমাররাই এখানে অংশ নিয়েছিলেন।

টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছেন অনল ও দেশসেরা অ্যাপেক্স লিজেন্ডসের বেশ কিছু গেমার।

চ্যাম্পিয়ন ACE ক্ল্যানের লিডার কাউসার আহমেদ জয় বলেন, আমার খেলা সবচেয়ে সেরা টুর্নামেন্ট এটি। এই টুর্নামেন্ট অবশ্যই আমার কাছে স্পেশাল। কারণ বাংলাদেশি গেমারদের সঙ্গেই আমি অংশ নিতে পেরেছি। সেই সঙ্গে টুর্নামেন্টের আয়োজক, মিডিয়া পার্টনার যারা ছিলেন তাদের জন্যই এই টুর্নামেন্ট সফল হয়েছে। আমি আয়োজক কমিটির প্রধান অনল ও বিডি অ্যাপেক্স কমিউনিটির অ্যাডমিন অর্চিকে ধন্যবাদ জানাই এতো সুন্দরভাবে এ টুর্নামেন্ট আয়োজন করার জন্য।

আরও পড়ুন...দেশে প্রথমবার অ্যাপেক্স লিজেন্ডস গেমারদের নিয়ে টুর্নামেন্ট

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হন জয়। অনুভূতি প্রকাশ করতে যেয়ে তিনি বলেন, ব্যাপারটা পুরোটাই অবিশ্বাস্য। সবাই অনেক ভালো খেলেছেন। প্রায় ৪৫ জন ছিলাম আমরা। সবাইকে পেছনে ফেলে প্রথম হবো এটা ভাবতেও পারিনি। তবে আমরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করেছি। সাফিন মাহমুদের সঙ্গে সেরার লড়াইটা জমে উঠেছিল। ভাগ্য সহায় থাকায় আমি জিতে যাই।

Ac1D ক্ল্যানের toxic টিমের লিডার তামিম ইমদাদ বলেন, আমাদের ক্ল্যানের যাত্রা এখনো এক মাসও হয়নি। সে হিসেবে দ্বিতীয় হওয়াতে ভালো লাগছে। টুর্নামেন্টের শুরুতে একটু হতাশ ছিলাম দলের মেম্বার নিয়ে। তবে টুর্নামেন্টে আমরা আমাদের সেরা খেলা দিতে পেরেছি। আমি তাদের ধন্যবাদ জানাই। তবে পরের টুর্নামেন্টে প্রথম হওয়ার জন্য খেলব।

টুর্নামেন্টের মূল পরিকল্পনাকারী অনল বলেন, সবার মধ্যে একটা সম্পর্ক তৈরি করাই ছিল মূল উদ্দেশ্য। বাংলাদেশি গেমারদের জন্য কিছু একটা করতে পারার চেষ্টা থেকেই এই টুর্নামেন্টের আয়োজন। এই পুরো টুর্নামেন্ট আয়োজনের পেছনে আমার পাশাপাশি কাজ করেছে Ac1D ও Ace ক্ল্যান। এছাড়া বিডি অ্যাপেক্স কমিউনিটির অ্যাডমিন অর্চিসহ আরও অনেকেই আছেন।

বিজয়ীদের হাতে অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মে ০২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।