পাশাপাশি সাধারণ মানুষ যাতে এই অ্যাপগুলো ব্যবহার করা থেকে বিরত থাকে, সে বিষয়ে পরামর্শ দেওয়ার কথা বলা হয়েছে।
গোয়েন্দা বিভাগ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, এই মোবাইল অ্যাপগুলি নিরাপদ নয়।
যেসব অ্যাপ ব্লক করার পরামর্শ দেওয়া হয়েছে তার মধ্যে টিকটক, জুম, ইউসি ব্রাউজার, শেয়ারইট, ক্লিন মাস্টার উল্লেখযোগ্য।
সরকারি কর্মকর্তারা গোয়েন্দা বিভাগের পরামর্শকে আমলে নিয়েছেন বলে জানা গেছে।
কোনও অ্যাপের ব্যবহারে যদি নিরাপত্তা বিঘ্নিত হয়, সে ক্ষেত্রে বিভিন্ন সময়ে এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। তবে চীনের টিকটক পরিচালনকারী ইন্টারনেট সংস্থা বাইটড্যান্স এ সংক্রান্ত সব অভিযোগ অস্বীকার করেছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ১৭, ২০২০
নিউজ ডেস্ক