বিটিআরসিরি নির্দেশনায় বলা হয়েছে, গ্রামীণফোন (এসএমপি অপারেটর) যখন টারমিনেটিং অপারেটর হিসেবে কার্যক্রম পরিচালনা করবে তখন অরিজিনিটিং অপারেটর (এসএমপি নয়) থেকে ১০ পয়সা প্রতি মিনিটের পরিবর্তে ৭ পয়সা প্রতি মিনিট পাবে বা গ্রহণ করবে।
অবশিষ্ট ৩ পয়সা প্রতি মিনিট নন এসএমপি অপারেটরগুলো অরিজিটিং অপারেটর হিসেবে নিজের কাছে বাংলাদেশে অবস্থিত দেশি ব্যাংকে আলাদা হিসাবে জমা রাখবে, যা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী খরচ হবে।
কমিশনের সিদ্ধান্ত ছাড়া এ টাকা খরচ করা যাবে না বা অন্য কোনো হিসাবে হস্তান্তর করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।
গত ২৮ জুন এ নির্দেশনা দিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহীকে চিঠি পাঠায় বিটিআরসি।
এ নির্দেশনার বিষয়ে গ্রামীণফোন এক বিবৃতিতে জানায়, এসএমপি ফেমওয়ার্ক নিয়ে তারা বিটিআরসির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
এমআইএইচ/ডিএন/আরবি/