ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসছে হান্ড্রেড ডলার ট্যাবলেট

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১২
আসছে হান্ড্রেড ডলার ট্যাবলেট

বছরের শুরুতেই স্বল্পমূল্যের ট্যাবলেট পিসির আর্বিভাব। বিশ্লেষকেরাও এমটাই বলেছেন।

২০১২ সাল হবে কম দামের ট্যাবলেট পিসির বছর। এবারে বিশ্বের বহুল আলোচিত ‘ওএলপিসি’ প্রকল্পের হান্ড্রেড ডলারের ল্যাপটপও বাজারে আসছে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

এরই মধ্যে ভারত বিশ্বের সবচে কম দামের ট্যাবলেট পিসি প্রকাশ করে আলোড়ন তুলেছে। গড়েছে বিক্রির রেকর্ডও। তাই লাসভেগাসে অনুষ্ঠিতব্য কনজ্যুমার ইলেকট্রনিক প্রদর্শনীতে (সিইএস) ওএলপিসি নিয়ে আসছে হান্ড্রেড ডলারের ল্যাপটপ।

হঠাৎ ছিটকে পড়া ওয়ান ল্যাপটপ পার চাইল্ড (ওএলপিসি) প্রকল্পে আবারও গতি এল। এক্সও-৩ সিরিজের এ ট্যাবলেট পিসি মূলত উন্নয়নশীল দেশের দরিদ্র শিক্ষার্থীদের জন্যই বিশেষভাবে তৈরি। তাই একে অলাভজনক প্রকল্প হিসেবে উল্লেখ করা হয়।

আলোচিত এ ল্যাপটপের বৈশিষ্ট্যের মধ্যে আছে ৮ ইঞ্চি এলসিডি পর্দা (১০২৪ বাই ৭৬৮ পিক্সেল), ৫১২ মেগাবাইট র‌্যাম, ৪ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি। বাড়তি সংযোগে আছে মেমোরি কার্ড স্লট, ইউএসবি এবং অডিও।

ওএলপিসির স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা নিকোলাস নিগ্রোপন্টে জানান, হান্ড্রেড ডলারের মধ্যেই এ ল্যাপটপ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ল্যাপটপের বিশেষ দক্ষতার মধ্যে আছে সৌর বিদ্যুৎশক্তি, হাতের তাপমাত্রা এবং বিকল্প বিদ্যুৎশক্তি মাধ্যমে শক্তিগ্রহণ ক্ষমতা। এ ছাড়াও এ ল্যাপটপ জনপ্রিয় এবং বহুল প্রচলিত অ্যানড্রইড অপারেটিং সিস্টেমেও চলবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময় ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।