ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টেল এখন স্মার্টফোনে

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২
ইন্টেল এখন স্মার্টফোনে

২০১২ সালের শুরু না হতেই বিশ্বপ্রযুক্তিতে একের পর এক চমক আসতে শুরু করেছে। এ বছর সবচেয়ে বেশি বাজার সরব করবে স্বল্পমূল্যের ট্যাবলেট পিসি আর স্মার্টফোন।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এবারে যুক্তরাষ্ট্রের শীর্ষ চিপ নির্মাতা ইন্টেল শক্তির স্মার্টফোন বাজারে আসছে। ইন্টেল শক্তির স্মার্টফোনের তালিকায় প্রথমেই স্থান পেয়েছে লেনোভো। অর্থাৎ লেনোভো স্মার্টফোনের মাধ্যমেই কমপিউটার প্রসেসর শিল্পের অধিপতি ইন্টেল তার কর্মযাত্রা শুরু করল।

ক্যালিফোর্নিয়া ইন্টেলের প্রধান নির্বাহী পল জানান, কমপিউটার প্রযুক্তির গুণগুরু ইন্টেল প্রযুক্তি এখন স্মার্টফোনে চলে এসেছে। যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক প্রদর্শনীতে (সিইএস) ইন্টেলের পল স্মার্টফোনের নতুন এ উন্মাদনার কথা বলেন।

তবে অন্য কোনো দেশে নয়, প্রথম ইন্টেল শক্তির স্মার্টফোন চীনেই আর্বিভূত হবে। লেনোভোর জ্যেষ্ঠ সহসভাপতি লিউ জুন ইন্টেলযুক্ত কে৮০০ মডেলের লেনোভো স্মার্টফোনের ঘোষণা দেন। ইন্টেলের এ স্মার্টফোন চলবে অ্যানড্রইড অপারেটিং সিস্টেমেও।

এ স্মার্টফোনের বিশেষ ফিচারের মধ্যে আছে ৪.৫ ইঞ্চির মাল্টি টাচস্ক্রিন, তারহীন ভিডিও স্ট্রিমিং এবং সরাসরি টিভি সম্প্রচার সুবিধা। এ স্মার্টফোনটি চায়না ইউনিকম নেটওয়ার্ক সমর্থন করবে। এ বছরের মধ্যভাগে এ স্মার্টফোন চীনে বাণিজ্যিকভাবে বিপণন শুরু হবে।

এ মুহূর্তে দামের অঙ্ক নির্ধারিত না হলেও এটি ৬০০ থেকে ৭০০ ডলারের মধ্যেই থাকবে বলে লেনোভোর শীর্ষ মুখপাত্ররা জানিয়েছেন। স্মার্টফোনের চিপ প্রযুক্তিতে ইন্টেলের প্রবেশ মানেই অভিনব কিছু ফিচার আর বৈশিষ্ট্যগুণের আগমনি বার্তা। এ বছরটা তাই স্মার্টফোনের লড়াই আরও উপভোগ্য হয়ে উঠবে বলেই বিশ্লেষকেরা জানিয়েছেন।

বাংলাদেশ সময় ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।