ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিজ্ঞান জাদুঘরে যুক্ত হলো কোস্টগার্ডের পেট্রল জাহাজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
বিজ্ঞান জাদুঘরে যুক্ত হলো কোস্টগার্ডের পেট্রল জাহাজ

ঢাকা: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে সংযোজিত হলো কোস্টগার্ডের পেট্রল জাহাজ। এই জাহাজের মাধ্যমে নৌ-দস্যুতা ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী সোমবার এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বাংলাদেশ কোস্টগার্ডের সদর দপ্তরে এ সাক্ষাৎ হয়। এরপর কোস্টগার্ডের সিনিয়র কর্মকর্তাদের উপস্থিতিতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে জাহাজটি হস্তান্তর করা হয়।

এসময় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক কোস্টগার্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিজ্ঞান জাদুঘরের প্রতিটি কাজ প্রযুক্তিভিত্তিক। বাংলাদেশের নীল অর্থনীতির বিকাশে কোস্টগার্ডের অবদান অনন্য। কোস্টগার্ডের কার্যক্রমে বিজ্ঞান ও প্রযুক্তির সম্পৃক্ততা প্রয়োজন। এ লক্ষ্যে বিজ্ঞান জাদুঘর কোস্টগার্ডের সহযোগী হয়ে কাজ করবে।

অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক বিজ্ঞান জাদুঘরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।