ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লিংক খুঁজে খুঁজে বন্ধ করা হচ্ছে নোয়াখালীর সেই ভিডিও

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
লিংক খুঁজে খুঁজে বন্ধ করা হচ্ছে নোয়াখালীর সেই ভিডিও

ঢাকা: উচ্চ আদালতের নির্দেশনার পর নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে লিংক খুঁজে খুঁজে সরানোর কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব থেকে ওই ভিডিও সরানো শুরু হয়েছে বলে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খান জানিয়েছেন।

প্রায় এক মাস আগের ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। উচ্চ আদালত স্বপ্রণোদিত হয়ে এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর বিষয়ে আদেশ দেন।

বিটিআরসির কর্মকর্তা মো. জাকির হোসেন খান মঙ্গলবার বাংলানিউজকে বলেন, উচ্চ আদালতের প্রতি সম্মান দেখিয়ে গণমাধ্যমে আদেশের খবর দেখেই কাজ শুরু করেছে বিটিআরসি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিও লিংক খুঁজে বন্ধ করা হচ্ছে বলে জানান জাকির হোসেন।

পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিও সরাতে প্রতিষ্ঠানগুলোকে মেইল করে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।