ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

খুলনায় ডিজিটাল এক্সপো

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১২
খুলনায় ডিজিটাল এক্সপো

খুলনায় শুরু হয়েছে ‘বিসিএস ডিজিটাল এক্সপো‘। এবারের ভেন্যু হোটেল নিউ টাইগার গার্ডেন।

আয়োজক বাংলাদেশ কমপিউটার সমিতি খুলনা শাখা।

এরই মধ্যে জমে উঠেছে প্রদর্শনী। শীত উপেক্ষা করেও সকাল থেকেই দর্শকনার্থীরা প্রদর্শনী ঘুরতে আসছেন। অংশ নেওয়া প্রতিটি প্রতিষ্ঠান তাদের প্রযুক্তিপণ্যেয় নগদ মূল্যছাড় আর উপহার দিচ্ছে। দর্শনার্থীরা ল্যাপটপ এবং সমজাতীয় পণ্য ছাড়াও নিত্যনতুন প্রযুক্তিপণ্যের প্রতি আগ্রহ দেখাচ্ছে।

দর্শনার্থীরা নিজের প্রয়োজন আর সাধ্যকে বিবেচনায় নিয়ে পণ্য কিনতে সিদ্ধান্ত নিচ্ছেন। প্রবেশ টিকেটে প্রতিদিন থাকছে র‌্যাফেল ড্র। এ ছাড়াও গেমিং জোনে আছে শিশুদের ভিড়। শুধু গেম খেলা নয়, এখানে গেমিং প্রতিযোগিতাও হচ্ছে। ফ্রি ইন্টারনেট ব্রাউজিং ছাড়াও দর্শনার্থীদের জন্য আছে নানান আয়োজন।

এবারে তথ্যপ্রযুক্তির ২৭টি স্থানীয় ও দেশি প্রতিষ্ঠান ২০ হাজার বর্গফুট স্থানজুড়ে ৩৯টি স্টলে তাদের প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে। প্রবেশমূল্য ১০ টাকা। বিসিএসয়ের অন্য সব প্রদর্শনীর মতো এবারও স্কুল শিক্ষার্থীরা পরিচয়পত্র দিয়ে বিনামূল্যে প্রবেশ সুযোগ পাবে।

এখানে সন্ধ্যায় হচ্ছে সাস্কৃতিক অনুষ্ঠান। আরও আছে অনলাইন ভিডিও স্ট্রিমিং, আইপি টিভি, অনলাইন রেডিও এবং ইন্টারনেট গেমিং উপভোগের সুযোগ। আর শিশুদের জন্য আছে আলাদা ভিডিও গেম।

১৬ জানুয়ারি সকাল ১১টায় প্রর্দশনীর তৃতীয় দিন থাকছে শিশুতোষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তিনটি গ্রুপে বিভক্ত হয়ে শিশুরা এ প্রতিযোগিতায় অংশ নেবে। বয়সভিত্তিক তিনটি গ্রুপে স্কুল শিক্ষার্থীরা এখানে অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়গুলো হচ্ছে ক গ্রুপ (বয়স ৩-৬ বছর) বিষয় ‘যেমন খুঁশি তেমন আঁকো’, খ গ্রুপ (৭-৯ বছর) বিষয় ‘কম্পিউটার, ল্যাপটপ, তথ্যপ্রযুক্তি এবং গ গ্রুপ (১০-১২ বছর) বিষয় ‘ডিজিটাল বাংলাদেশ’। এ প্রতিযোগিতায় সৈয়দ এ জলিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

এ আয়োজনের প্ল্যাটিনাম স্পন্সর ইন্টারনেট সেবাদাতা বাংলালায়ন কমিউনিকেশনস। গোল্ড স্পন্সর ফুজিৎসু এবং দেশীয় আমদানিকারক প্রতিষ্ঠান ইউনাইটেড কমপিউটার সেন্টার (ইউসিসি)। সিলভার স্পন্সর আসুস এবং বিখ্যাত অ্যান্টিভাইরাস আভিরা।

প্রর্দশনীর চিত্রাঙ্কন প্রতিযোগিতার স্পন্সর কমপিউটার সলিউশন ইঙ্ক, টিকেট স্পন্সর আরএম সিস্টেমস। টিকেট কাউন্টার স্পন্সর সোর্স এজ। ভলান্টিয়ার ড্রেস স্পন্সর ইমাম টেলিকম। সাংস্কৃতিক অনুষ্ঠান স্পন্সর বিজসেনল্যান্ড।

বাংলাদেশ সময় ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।