ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিজয়ের মাসেই প্রত্যন্ত এলাকায় টেলিটকের নেটওয়ার্ক: এমডি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
বিজয়ের মাসেই প্রত্যন্ত এলাকায় টেলিটকের নেটওয়ার্ক: এমডি

ঢাকা: চলতি ডিসেম্বর মাসের মধ্যেই দেশের প্রত্যন্ত এলাকায় রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাহাব উদ্দিন।

সোমবার (৭ ডিসেম্বর) ফেসবুকে টেলিটকের ভেরিফাইড পেজে লাইভে এসে তিনি একথা বলেন।

এমডি শাহাব উদ্দিন বলেন, যেখানে অন্যান্য অপারেটরটা যায়নি সেখানে টেলিটক রয়েছে, পার্বত্য এলাকাসহ সুন্দরবনে নেটওয়ার্কের আওতায় আছে। এছাড়া খুব শিগগিরই হাওর এলাকায় নেটওয়ার্ক নিয়ে আসার কাজ চলছে। আশা করি হাওর এলাকায় নেটওয়ার্ক এ মাসেই চালু করা হবে। সরকারের উদ্দেশ্যে দেশের প্রতিটি ইঞ্চিতে যেন টেলিটকের কানেকটিভিটি থাকে।

তিনি বলেন, টেলিটকের ব্যবহারের টাকায় এ প্রতিষ্ঠান বেঁচে আছে। টেলিটকের বিনিয়োগ মাত্র সাড়ে চার হাজার কোটি টাকা। আর সাড়ে পাঁচ হাজার বিটিএসের (টাওয়ার) মধ্যে তিন হাজার ৩০০ বিটিএস দিয়ে ফোরজি সেবা দেওয়া হচ্ছে। টুজি আমাদের গ্রাম পর্যায়ে রয়েছে। আমরা ফোরজিতে চলে যেতে চাই।  

এমডির লাইভে টেলিটক গ্রাহকরা ফোরজি নেটওয়ার্ক সহজলভ্য, ইন্টারনেট ও ভয়েস কলের খরচ কমনোসহ নানা বিষয় নিয়ে গ্রাহকরা প্রশ্ন করেন।  

টেলিটক এমডি সাধারণ গ্রাহকদের বিভিন্ন সমস্যা ও মতামত শুনে এবং তা সমাধানের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।