ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্থগিত হল ‘সোপা পিপা’ বিলের ভোট

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১২
স্থগিত হল ‘সোপা পিপা’ বিলের ভোট

ব্যাপক আলোচনা আর তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে সোপা ও পিপা বিলের পরীক্ষামূলক ভোট। আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, বিল দুটি নিয়ে বেশ কিছুদিন ধরে তুমুল প্রতিবাদ জানিয়ে আসছিলো ইন্টারনেট দুনিয়ার সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে নামকরা সব প্রতিষ্ঠানগুলো। কারণ বিলটি পাস হলে পুরো ওয়েব জগত সেন্সরশীপের মতো স্পর্শকাতর নিয়মের বেড়াজালে পড়বে আর রুদ্ধ হয়ে যাবে তথ্যের অবাধ প্রবাহ।

মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা হ্যারি রিড উক্ত দুটি বিলের পরীক্ষামুলক ভোট স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এর আগে বিশ্ব তথ্য কোষ উইকিপিডিয়া এই আইনের প্রতিবাদে তাদের ইংরেজী সংস্করণ এক দিনের জন্য ব্ল্যাক আউট করে। এছাড়া সার্চগুরু গুগল ৭০ লক্ষ লোকের স্বাক্ষরসম্বলিত স্বারকলিপি পাঠিয়েছে সিনেট বরাবর।

এদিকে খোদ মার্কিন কংগ্রেসের প্রায় হাফ ডজন সিনেটর আইন দুটির ব্যাপারে সরাসরি তাদের আপত্তির কথা জানিয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।