ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

খুলনার ৬ প্রতিষ্ঠানকে আইসিটি সল্যুশন দেবে গ্রামীণফোন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
খুলনার ৬ প্রতিষ্ঠানকে আইসিটি সল্যুশন দেবে গ্রামীণফোন খুলনার ৬ প্রতিষ্ঠানকে আইসিটি সল্যুশন দেবে গ্রামীণফোন

ঢাকা: করোনা ভাইরাস মহামারি দেশের ডিজিটালাইজেশনের প্রবৃদ্ধি ত্বরান্বিত করেছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে দেশজুড়ে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের ব্যবহৃত প্রযুক্তি ও সিস্টেম আপগ্রেড করার চেষ্টা করছে।

প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কার্যক্রমকে সহজ করার মাধ্যমে তাদের এ পথচলায় সহায়ক ভূমিকা রাখতে গ্রামীণফোন সম্প্রতি খুলনার ৬টি প্রতিষ্ঠানের সঙ্গে বিজনেস অ্যাগ্রিমেন্ট (ব্যবসায়িক চুক্তি) স্বাক্ষর করেছে। প্রতিষ্ঠানগুলো হলো— বিশ্বাস প্রোপার্টিজ, দিদার পরিবহন, ব্লু অর্কিড, আরাফাত পলি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং (প্রাইভেট) লিমিটেড, বেরবাংলা সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এবং খেদমতে খলক ফাউন্ডেশন।

এ নিয়ে গ্রামীণফোনের বিজনেস ডিভিশনের হেড কাজী মাহবুব হাসান বলেন, ‘কোভিড-১৯ বৈশ্বিক মহামারি মানুষের জীবনে আমূল পরিবর্তন এনেছে এবং দেশের অন্ট্রাপ্রেনোরিয়াল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলেছে। বর্তমানে, আমাদের অধিকাংশ বিজনেস-টু বিজনেস কাস্টমাররা তাদের কার্যক্রম পরিচালনার সিস্টেমকে উন্নত করতে ও ব্যয়বান্ধব সল্যুশনের লক্ষ্যে কাজ করছে। তাই ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে, আমাদের পার্টনারদের ডিজিটালাইজেশনের পথচলায় সর্বাত্মক সহযোগিতা করতে আমরা এ চুক্তিটি স্বাক্ষর করেছি। ’

চুক্তি স্বাক্ষর নিয়ে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠান হয়। যেখানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের বিজনেস ডিভিশনের হেড কাজী মাহবুব হাসান, গ্রামীণফোনের ডিপার্টমেন্টাল হেড এম. শাওন আজাদ, বিশ্বাস প্রোপার্টিজের প্রধান নির্বাহী মোহাম্মদ আজগর বিশ্বাস, বিশ্বাস প্রোপার্টিজের আইটি ও ডেভেলপমেন্ট বিভাগের এক্সিকিউটিভ রিপন ভূঁইয়া, দিদার পরিবহনের পরিচালক ইয়াসির আরাফাত, দিদার পরিবহনের ম্যানেজার কাজী সাদিকুল ইসলাম, ব্লু অর্কিডের প্রোপ্রাইটর মো. জামশেদ আলম, ব্লু অর্কিডের ম্যানেজার কিংকর স্বর্ণকার, আরাফাত পলি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং (প্রাইভেট) লিমিটেডের চেয়ারম্যান আরিফুল রহমান মিঠু, বেরবাংলা সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল্লাহ আল মামুন, বেরবাংলা সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান মো. আশরাফ হোসাইন এবং খেদমতে খলক ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক মুফতি ওলিউল্লাহ।

টেলিনর গ্রুপের অঙ্গসংগঠন গ্রামীণফোন ৭ কোটি ৬০ লাখেরও বেশি গ্রাহক নিয়ে বাংলাদেশের অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে যাত্রা শুরু করার পর দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে গ্রামীণফোন যার মাধ্যমে দেশের ৯৫ শতাংশ মানুষ সেবা গ্রহণ করতে পারে। ব্র্যান্ড প্রতিজ্ঞা ‘চলো বহুদূর’ এর আওতায় গ্রামীণফোন, গ্রাহকদের জন্য সর্বোত্তম মোবাইল ডেটা, ভয়েস সেবা এবং সবার জন্য ইন্টারনেট দিতে প্রতিজ্ঞাবদ্ধ। গ্রামীণফোন ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।