ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এলসিডিতে নিশ্চিত সেবা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১২
এলসিডিতে নিশ্চিত সেবা

দেশে প্রথমবার ডিসপ্লে পণ্য বদলে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে বিখ্যাত এলসিডি ও এলইডি মনিটর নির্মাতা এওসি। এ ব্র্যান্ডটি তিন বছরের জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে।

সূত্র এ তথ্য জানিয়েছে।

এ সময়ে মধ্যে যদি কোনো পণ্যে সমস্যা হয়, তাহলে এ মডেলের বা একই ধরনের অন্য কোনো মডেলের পণ্য দ্রুতই বদলে দেবে এওসি।

বাংলাদেশে এ ধরনের সুবিধা এওসিই প্রথম দিচ্ছে বলে মন্তব্য করেছেন ব্র্যান্ডটির উপপরিচালক শালিনি পান্ডে। বাংলাদেশে এওসির পণ্যের অভিযোগ খুবই কম বলেও তিনি উল্লেখ করেন। এ কারণেই এওসি সমস্যাযুক্ত পণ্য পাল্টে নতুন পণ্য দেওয়ার উদ্যোগ নিয়েছে।

সাধারণত বাজারে যেসব পণ্য বিক্রয়োত্তর সেবাসহ পাওয়া যায় তাতে কোনো সমস্যা দেখা দিলে তা মেরামত করে ক্রেতাকে ফেরত দেওয়া হয়। এ জন্য অনেক ক্ষেত্রে বেশ কদিন সময় নষ্ট হয়।

বাংলাদেশে এওসি পণ্যের বিপণনকারী খান জাহান আলী কম্পিউটারসের ব্যবস্থাপনা পরিচালক মুশতাক জানান, ক্রেতাদের সময় যাতে নষ্ট না হয়, তা নিশ্চিত করতেই এওসি ডিসপ্লে পণ্য বদলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।