ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পেপারফ্লাইয়ের সঙ্গে ধামাকা শপিং

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
পেপারফ্লাইয়ের সঙ্গে ধামাকা শপিং খুবির ১১ তলা আবাসিক ভবন নির্মাণের চুক্তি সই

দেশজুড়ে পণ্য ডেলিভেরিকে আরও সহজ করতে দেশের প্রযুক্তিখাতের সবচেয়ে বড় বিলিকরন প্রতিষ্ঠান পেপারফ্লাইয়ের সঙ্গে চুক্তি করলো ধামাকা শপিং। এরই মধ্যে প্রতিযোগিতামূলক মূল্যে বৈচিত্র্যময় পণ্য দিয়ে গ্রাহকের আস্থা অর্জন করেছে ধামাকা শপিং ডটকম।

সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন পেপারফ্লাইয়ের সহ-প্রতিষ্ঠাতা রাহাত আহমেদ এবং ধামাকা শপিংয়ের প্রধান পরিচলন কর্মকর্তা সিরাজুল ইসলাম রানা।

এ সময় আরও উপস্থিত ছিলেন-পেপারফ্লাইয়ের হেড অব সেলস রিয়াজ উদ্দিন খান, সহকারী ব্যবস্থাপক অলি-উর-রেজা, ধামাকা শপিংয়ের ব্যবসায় সমন্বয়ক সৌরভ সাহা ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক জাহিদুল ইসলাম নাহিদ।

অনুষ্ঠানে জানানো হয়, পেপারফ্লাইয়ের সঙ্গে চুক্তির ফলে ধামাকা শপিং ডটকমের পণ্য দেশের প্রান্তিক পর্যায়ের গ্রাহকের কাছে আরও সহজে পৌঁছে যাবে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।