ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাশ্রীয় ফুজিৎসু লাইফবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২
সাশ্রীয় ফুজিৎসু লাইফবুক

জাপানি অরিজিন ফুজিৎসু ব্র্যান্ডের ‘এলএইচ৫৩১’ মডেলের দুটি ভিন্ন লাইফবুক এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৪ ইঞ্চি।



এ মডেলের বৈশিষ্ট্য ২.২ গিগাহার্টজ কোরআইথ্রি প্রসেসর, ইন্টেল এইচডি গ্রাফিকস কার্ড, এনভিডিয়া গ্রাফিকস কার্ড। এ মুহূর্তে দাম ৪৬ হাজার ৮০০ টাকা।

এদিকে ‘এলএইচ৫৩১ভি’ লাইফবুকে আছে ২জিবি ডিডিআর থ্রি র‌্যাম, ইন্টেল এইচএ৬৫ এক্সপ্রেস চিপসেট। আছে ব্লুটুথ, ওয়েবক্যাম, এইচডিএমআই পোর্ট, ৪টি ইউএসবি পোর্ট এবং গিগাবিট ল্যান কার্ডসহ পোর্টেবল পিসির সব ধরনের সুবিধা।

সাড়ে ৪ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারে এ লাইফবুক। এ দুটি লাইফবুকেরই ওজন ২ কেজি। সঙ্গে থাকছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। আছে ফুজিৎসু ক্যারিকেস। এ মুহূর্তে দাম ৫৫ হাজার টাকা। হ্যালো: ০১৭৩০ ৩৩৬৭৫১।

বাংলাদেশ সময় ২২২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।