ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল ব্যাংকিং এ ফ্লোরাব্যাংক সফটওয়্যার

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
ডিজিটাল ব্যাংকিং এ ফ্লোরাব্যাংক সফটওয়্যার

বাংলাদেশের একমাত্র কোর ব্যাংকিং সফটওয়্যার হিসেবে অভিনব মাইলফলক স্পর্শ করেছে ফ্লোরাব্যাংক। সম্পূর্ণ বাংলাদেশি প্রকৌশলীদের প্রতিষ্ঠিত ফ্লোরা সিস্টেমস লিমিটেড উদ্ভাবিত ফ্লোরাব্যাংক অনলাইন কোর ব্যাংকিং সলিউশনের (সিবিএস)  মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংকের হাজারের বেশি শাখায় দেড় কোটির বেশি হিসাব পরিচালিত হচ্ছে।

যা বাংলাদেশি কোনো ব্যাংকিং সফটওয়্যারের  ইতিহাসে প্রথম দৃষ্টান্ত। এ ছাড়া এককভাবে সবচেয়ে বেশি ব্যাংকের শাখাকে যুক্ত করার অনন্য উদাহরণ। বাংলাদেশ প্রকৌশল বিশ্বাবিদ্যালয় (বুয়েট) এবং যুক্তরাজ্যের সার্টিফিকেশন প্রতিষ্ঠানের গবেষণা মতে ন্যূনতম  সার্ভার কনফিগারেশনে প্রতি সেকেন্ডে প্রায় ছয় হাজার নিরাপদ লেনদেনে সক্ষম ফ্লোরাব্যাংক সফটওয়্যার।

বাংলাদেশ কৃষি ব্যাংক ফ্লোরাব্যাংক অনলাইন কোর ব্যাংকিং সলিউশন (সিবিএস) হাজারের বেশি শাখায় প্রতিস্থাপনে অনন্য  দৃষ্টান্ত স্থাপন করেছে। শতভাগ বাংলাদেশি প্রকৌশলীদের তৈরি ফ্লোরাব্যাংক সফটওয়্যারটি প্রতিদিন দেড় কোটির বেশি গ্রাহকের ঋণ, আমানত ছাড়াও অন্যান্য ব্যাংকিং পরিষেবা, নিশ্চয়তা আর সুদক্ষ নিরাপত্তার সাথে সম্পন্ন  করে আসছে।

বাংলাদেশ কৃষি ব্যাংক ফ্লোরাব্যাংকের মাধ্যমে বৈদেশিক বাণিজ্য, ট্রেজারি, রেমিটেন্স (ফরেন/লোকাল), এটিএম/পিওএস, আরটিজিএস, ইএফটি, এসএমএস ছাড়াও অন্যান্য আধুনিক সেবার এপিআই যেমন স্মার্টফোন ফিন্যান্সিয়াল সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং, করপোরেট বাল্ক ফান্ড ট্রান্সফারের মতো আধুনিক সেবা গ্রহণ করছে।

বাংলাদেশ কৃষি ব্যাংক সরকার পরিচালিত একটি বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান। যা বর্তমানে সারাদেশে এক হাজার ৩৮টি শাখায় ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে। কৃষি ব্যাংকের শাখাগুলো দেশের জেলা, উপজেলা,  ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে কোটি কোটি মানুষের ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করছে।

১৯৯৭ সালের জুলাই মাসে ফ্লোরাব্যাংক অনলাইন কোর ব্যাংকিং সলিউশন প্রকল্পের সূচনা হয়, যা আজ দেশের সর্ববৃহৎ ব্যাংকিং সেবার সঙ্গে জড়িত। গত ২৪ বছরে বাংলাদেশের ১০টি ব্যাংকের দুই হাজারের অধিক শাখায় ব্যাংকিং পরিষেবার সুরক্ষা দিয়েছে ফ্লোরাব্যাংক।

কৃষিনির্ভর বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি মূলত কৃষি ব্যাংকের ওপরই নির্ভরশীল। জাতীয় প্রবৃদ্ধি অর্জন ও বৃদ্ধিতে যার ভূমিকা অপরিসীম। সরকার টেকসই অর্থনৈতিক উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমৃদ্ধ বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ  হাসিনার ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে কৃষি ব্যাংকের আধুনিকায়নে বিশেষ উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।