ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গুগলের বিশেষ ডুডল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গুগলের বিশেষ ডুডল

গুগলের হোম পেজে ঢুকলেই দেখা যাচ্ছে অ্যানিমেটেড বিশেষ ডুডল। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ব্যবহারকারীদের শুভেচ্ছা জানাতে এ গুগল তার হোমপেজে এ ডুডল করেছে।

অ্যানিমেটেড ডুডলে ক্লিক করলে দেখা যাচ্ছে, মুক্ত আকাশে উড়ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

এ বছর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি অর্থাৎ সুবর্ণজয়ন্তী উদযাপন করা হচ্ছে।  

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পেছনে তাকালে সহজেই অনুধাবন করা যাবে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আর্থ-সামাজিক, মানুষের জীবনযাত্রার মান, অবকাঠামোর উন্নয়ন, আধুনিক ও প্রযুক্তি নির্ভরতার ক্ষেত্রে বাংলাদেশে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। আর এ দীর্ঘ সময়ের অর্জন হিসেব করলে বড় বড় উন্নয়ন অর্জনগুলো সাধিত হয়েছে গত এক যুগের ধারাবাহিকতায়।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।