ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইল ইন্টারনেটে বিভ্রাট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
মোবাইল ইন্টারনেটে বিভ্রাট

ঢাকা: রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে মোবাইল ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটছে। অনেকেই মোবাইল থেকে ফেসবুক বা ইন্টারনেট সেবা সঠিক গতিতে পাচ্ছেন না।

৪জির জায়গা ২জি বা ৩জি সেবায় মোবাইল ইন্টারনেটের গতি কমে গেছে।

শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় মোদীবিরোধী সংঘর্ষ এবং পরে চট্টগ্রামসহ কয়েক স্থানে সংঘর্ষের পরই মূলত এই সমস্যা দেখা যায়।

অনেকেই ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন। কেউ কেউ মেসেঞ্জারও ব্যবহার করতে পারছিলেন না। ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার ফলে এসব সম্যা হচ্ছে।

তবে এ বিষয়ে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কারও অনানুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।