ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২০২১ সালের প্রথম প্রান্তিক: ব্যবসায় গতি পেয়েছে গ্রামীণফোন   

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
২০২১ সালের প্রথম প্রান্তিক: ব্যবসায় গতি পেয়েছে গ্রামীণফোন   

ঢাকা: ২০২১ সালের প্রথম তিন মাসে তিন হাজার ৪৮১ কোটি টাকা রাজস্ব অর্জন করেছে গ্রামীণফোন। তবে আগের বছরের তুলনায়  রাজস্ব প্রবৃদ্ধিতে ৩.৭ শতাংশ নেতিবাচক প্রভাব পড়েছে।


 
এ সময়ে প্রতিষ্ঠানটি ১৭ লাখ নতুন গ্রাহক অর্জনে সফল হয়েছে, যার ফলে বছরপ্রতি ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে এ প্রান্তিক শেষে গ্রামীণফোনের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি সাত লাখ। এরমধ্যে চার কোটি ১৭ লাখ গ্রাহক অর্থাৎ মোট গ্রাহকের ৫১ দশমিক ৭ শতাংশ ইন্টারনেট সেবা ব্যবহারকারী।
 
মঙ্গলবার (২০ এপ্রিল) গ্রামীণফোন তাদের চলতি বছরের প্রথম প্রান্তিকের রিপোর্ট প্রকাশ করে এসব তথ্য জানিয়েছে।
 
গ্রামীণফোন লিমিটেডের সিইও ইয়াসির আজমান বলেন, ২০২১ সালের প্রথম তিন মাসে বেশ কয়েকটি মাইলফলক অর্জিত হয়েছে। সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত নিলামে ১০ দশমিক ৪ মেগাহার্টজ স্পেকট্রাম অধিগ্রহণ করার ফলে গ্রামীণফোনের মোট স্পেকট্রামের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৪ মেগাহার্টজ। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের পূর্তি করেছে। গ্রামীণফোনও এর ২৪ বছরের দীর্ঘ যাত্রা অতিক্রম করেছে। এ যাত্রায় ১৫ হাজার ৫৯০টি টাওয়ারের মাধ্যমে দেশের সব থেকে বিস্তৃত ফোরজি/এলটিই নেটওয়ার্ক নিয়ে মানুষের ক্ষমতায়নে ভূমিকা রাখার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করছে গ্রামীণফোন। প্রথম প্রান্তিকে ১৭ লাখ নতুন গ্রাহক নিয়ে আমরা আট কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করেছি। একই সঙ্গে, বছর তুলনায় ৫০ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে আমাদের ফোরজি গ্রাহক সংখ্যা ২ কোটি ১৫ লাখ।
 
ইয়াসির আজমান বলেন, বাজার পরিচালন, উদ্ভাবন, সহজ সেবা ও গ্রাহক স্বাচ্ছন্দ্যের বিষয়ে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি এবং গ্রাহকদের সক্ষমতা বাড়াতে ও ডিজিটাল মাধ্যম ব্যবহারের পরিবেশ তৈরিতে আমাদের প্রযুক্তিগত উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ।  বাংলাদেশের কোভিড-১৯ পরিস্থিতির কারণে আমরাও ক্রমবর্ধমান নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। বৈশ্বিক মহামারির ক্ষতি থেকে পুনরুদ্ধারে আমরা সহযোগিতামূলক সমাধান নিয়ে আসার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো। একই সঙ্গে, আমরা আমাদের সেবার পরিধি সমৃদ্ধ করে যাবো এবং দেশের প্রবৃদ্ধি ও ডিজিটালাইজেশনের যাত্রায় নিরলস কাজ করবো।
 
গ্রামীণফোন লিমিটেডের সিএফও ইয়েন্স বেকার বলেন, প্রথম প্রান্তিকে এক হাজার ৫১০টি ফোরজি সাইট চালু, শক্তিশালী বাজার পরিচালন কার্যক্রমের ফলে আগের বছরের তুলনায় সবচেয়ে বেশি গ্রাহক অর্জন এবং ডেটা ব্যবহারকারীর ক্ষেত্রে ৩ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে আমরা ভালোভাবে ২০২১ সাল শুরু করেছি। বাংলাদেশে কোভিড সংক্রমণের এক বছর হয়ে গেছে এবং সংক্রমণের হার ক্রমান্বয়ে বেড়েই চলছে। এর ফলে সরকার বর্তমানে বিধিনিষেধমূলক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
 
‘এ প্রান্তিকের শেষভাগে আমাদের মোট রাজস্বে আগের বছরের তুলনায় নেতিবাচক প্রভাব পড়েছে ৩ দশমিক ৭ শতাংশ, এর ফলে ইবিআইটিডিএ (পরিচালন আয়) মার্জিন দাঁড়িয়েছে ৬২ দশমিক ৭ শতাংশ। এ সময়ে ২৫ দশমিক ৬ শতাংশ মার্জিন নিয়ে কর পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৮৯০ কোটি টাকা। ’
 
২০২১ সালের প্রথম প্রান্তিকে গ্রামীণফোন লিমিটেড ১০ দশমিক ৪ মেগাহার্টজ স্পেকট্রাম অধিগ্রহণ করেছে। নেটওয়ার্ক উন্নয়নে বিনিয়োগ দাঁড়িয়েছে ৩৬১ কোটি টাকা (লাইসেন্স ও লিজ ছাড়া)। গ্রামীণফোনের মোট সাইটের সংখ্যা ১৬ হাজার ৮৫২টি। প্রতিষ্ঠানটি কর, ভ্যাট, ডিউটি, ফি, ফোরজি লাইসেন্স এবং তরঙ্গ বরাদ্দ ফি বাবদ ২ হাজার ৭৩২ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে, যা প্রতিষ্ঠানের মোট রাজস্বের ৭৮ দশমিক ৫ শতাংশ।
 
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।