ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মানবসম্পদ ব্যবস্থাপনায় ওরাকল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১২
মানবসম্পদ ব্যবস্থাপনায় ওরাকল

মানবসম্পদ ব্যবস্থাপনায় নলেজ ইউনিভার্স, মার্কেটস্পিয়ার, রেড রবিন, বেরি ওয়েমিলার ছাড়াও বিশ্বের শীর্ষ ৫০টি সেবাপ্রতিষ্ঠান ‘ওরাকল ফিউশন এইচসিএম’ ব্যবহার করছে। সূত্র এ তথ্য জানিয়েছে।



নিজস্ব জনশক্তির সম্ভাবনা নির্ণয়ের মাধ্যমে তাদের যথাযথ ব্যবহার, সম্পদের সর্বোচ্চ উপযোগিতা এবং দলীয় প্রচেষ্টায় ব্যবসায়িক লক্ষ্য অর্জনে এটি প্রতিষ্ঠানগুলোর জন্য সহায়ক হবে।

প্রতিষ্ঠানগুলো শুধু সাবস্ক্রিপশনের মাধ্যমে খুব সহজেই ওরাকলের এ সেবাটি গ্রহণ করতে পারবেন। এতে অতিরিক্ত কোনো হার্ডওয়্যার কিংবা সফটওয়্যারের প্রয়োজন হবে না।

এ সেবা প্রসঙ্গে রেড রবিনের প্রধান তথ্য কর্মকর্তা ক্রিজ লাপিং জানান, ওরাকল ফিউশন এইচসিএম সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটির আর্থিক উন্নয়ন হবে। এতে মানবসম্পদের মানোন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময় ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।