ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলা ভাষা ম্যানেজার খুঁজছে ফেসবুক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জুন ৬, ২০২১
বাংলা ভাষা ম্যানেজার খুঁজছে ফেসবুক

ঢাকা: ম্যানেজার পদে বাংলা ভাষায় দক্ষ এমন কর্মী খুঁজছে বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুকের ভারতের গুরগাঁও এবং সিঙ্গাপুর কার্যালয়ের জন্য মূলত ইংরেজি থেকে বাংলা অনুবাদের জন্য কর্মী প্রয়োজন ফেসবুকের।

সম্প্রতি এই পদের জন্য আগ্রহী প্রার্থীদের পক্ষ থেকে আবেদন চেয়ে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে ফেসবুক। এতে বলা হয়, বাংলা ভাষার লাঙ্গুয়াজ ম্যানেজার হিসেবে কাজ করতে ইচ্ছুক প্রার্থীরা ফেসবুকের আন্তর্জাতিক ‘অডিয়েন্সের’ কাছে ফেসবুকের পরিষেবা উচ্চমানের অনুবাদের মাধ্যমে পৌঁছে দিতে সাহায্য করবে। প্রত্যন্ত এলাকার অফিস ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করে ফেসবুক। তাই মনে রাখা জরুরি যে, যে সব প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাবেন, তারা যেন অবশ্যই প্রত্যন্ত এলাকায় ভিন্ন টাইম জোনে অবস্থিত টিমের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

এছাড়াও এই পদে আবেদনের অন্যান্য শর্ত এবং আগ্রহী প্রার্থীদের যেসব যোগ্যতা ফেসবুক চেয়েছে তার বিস্তারিত থাকছে এখানে–

নূন্যতম যোগ্যতা
·   ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের রিভিউ লেখা, অনুবাদ ও সম্পাদনার করার কাজ করতে জানতে হবে।

· বাংলা ভাষায় দক্ষ ও ইংরেজি ভাষায় ‘ব্যবসা দক্ষতা’ থাকা আবশ্যক।

· এক্সটারনাল ভেন্ডরদের গুণগত মান উন্নয়ন করা, প্রশিক্ষণ দেওয়া ও তাদের ব্যবস্থাপনা করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন প্রার্থীর।

· প্রার্থীকে বাংলা সংস্কৃতির ও গতানুগতিক ধারা প্রকৃতির সঙ্গে অবগত থাকতে হবে।

· অনুবাদ, ভাষাতত্ত্ব, জ্ঞাপনতত্ত্বে বি.এ অথবা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা ও দায়িত্ব
· ইংরেজি থেকে বাংলায় বিভিন্ন ধরনের প্রোডাক্টের কন্টেন্ট ও নথি অনুবাদ করতে হবে।

· ভাষাগত ও কার্যকরী সমস্যাগুলিকে নির্ধারণ করতে হবে।

· এক্সটারনাল ভেন্ডর ট্রান্সলেটরদের প্রশিক্ষণ দিতে হবে যাতে তারা সঠিক মানের অনুবাদ করতে পারে।

· দেশের অভ্যন্তরের টিমের সঙ্গে মিলে কাজ করতে হবে এবং বাজার অনুপাতে সঠিক অনুবাদ করতে হবে।

এছাড়াও অনলাইন ও মোবাইল প্রোডাক্টের স্থানীয়করণ করার অভিজ্ঞতা, কম্পিউটারের সাহায্যে অনুবাদ করার সঙ্গে ও ডিজিটাল মার্কেটিংয় বিষয়ে অবগত থাকতে হবে প্রার্থীকে। এই পদে চাকরির আরও বিস্তারিত তথ্য এবং আবেদনের প্রক্রিয়া সম্পর্কে জানা যাবে ফেসবুকের এই লিংকে https://www.facebook.com/careers/v2/jobs/492574052163219/?location=Singapore

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুন ০৬, ২০২১
এসএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।