ঢাকা: ইন্টারনেট মাধ্যমকে নিরাপদ করার জন্য সামাজিক সচেতনতায় আন্তঃব্যক্তি ‘জ্ঞান বিনিময়’ বাড়ানো পরামর্শ এসেছে এক অনলাইন প্রচারণা থেকে।
আন্তর্জাতিক দিবস ‘স্টপ সাইবার বুলিং ডে’ উপলক্ষে ক্রেয়ন ম্যাগ আয়োজিত ‘নো: অ্যান অ্যান্ড টু ক্যাম্পেইন’ এ তারকারা অংশগ্রহণ করেছেন বলে শনিবার (১৯ জুন) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তারকাদের মধ্যে আছেন মেহের আফরোজ শাওন, রাফিয়াথ রশিদ মিথিলা, পিয়া জান্নাতুল, জিনাত শানু স্বাগতা, জুনায়েদ ইভান, এলিটা করিম, সিঁথি সাহা, নাদেদজা সুলতানা আর্নিক, নেহরিন মোস্তফা, অন্তু করিম, মিশু চৌধুরী ও বুলবুল টুম্পা।
ভিডিও’র মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের উদ্দেশে পৌঁছে দিয়েছেন তাদের সতর্ক বার্তা।
২০১৬ সাল থেকে প্রতিবছর জুন মাসের তৃতীয় শুক্রবার পালিত হয় দিনটি। সেই হিসেবে এ বছর দিবসটি পালিত হচ্ছে ১৮ জুন, ২০২১ তারিখে।
সাইবার বুলিং এ মুহূর্তে অনলাইন ব্যবহারকারীদের জীবনে এক ভয়াবহ সমস্যার নাম। এ সমস্যা এতটাই প্রকট যে এর বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে স্টপ সাইবার বুলিং ডে।
ভিডিও বার্তায় এলিটা করিম জানান, তিনি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কোনো নেতিবাচক খবর বা মন্তব্য শেয়ার করেন না। এগুলো শেয়ারের ফলে এ বুলিংকারীরা উৎসাহ পায়।
তিনি আরও জানান, এ বুলিংয়ের শিকারদের মধ্যে ৮০ শতাংশ নারী, যাদের গড় বয়স ১৩-১৪ ও ২২-২৩ এর মাঝামাঝি। তাছাড়া মেয়েদের পাশাপাশি অনেক ছেলেরাও সাইবার বুলিংয়ের শিকার।
অন্যদিকে পিয়া জান্নাতুল বলেন, আজকে আমি হয়তো সাইবার বুলিংয়ের প্রতিবাদ করতে পারি। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে অধিকাংশ নারীরাই এটা পারেনা। তিনি সবার উদ্দেশে আহ্বান জানান অপরাধী যেই হোক না কেন, অপরাধীকে অপরাধী বলতে শিখুন। ভিক্টিমকে অপরাধী বানাবেন না।
এ ক্যাম্পেইনের অংশ হিসেবে রেডিও টুডেতে আয়োজন করা হয়েছে একটি বিশেষ টক শোর। যেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, রাফিয়াথ রশিদ মিথিলা ও সাংবাদিক জ ই মামুন।
ক্রেয়ন ম্যাগের প্রতিষ্ঠাতা তানজিরাল দিলশাদ দ্বিতান বলেন, আমরা এমন একটি ক্যাম্পেইন আয়োজন করার চেষ্টা করেছি যার মাধ্যমে সমাজের সব স্তরের মানুষকে সাইবার বুলিংয়ের ভয়াবহতা সম্পর্কে জানাতে পারবো। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ে, এমনকি ছেলেরাও সাইবার অপরাধের শিকার হচ্ছে। ক্রেয়ন ম্যাগ চায় সব প্রকার সাইবার অপরাধের অবসান ঘটুক এবং বাংলাদেশ এ সমস্যা থেকে মুক্ত হোক।
২০২০ সালে শুরু হওয়া ক্রেয়ন ম্যাগ একটি সামাজিক সংগঠন। সমাজের চলমান রীতি রেওয়াজ, অসমতা এবং এক পাক্ষিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কাজ করে প্রতিষ্ঠানটি। তাদের এ আয়োজনে সহযোগী হিসেবে যুক্ত আছে ব্যাক পেজ পিআর।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ১৯, ২০২১
আরবি