ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এখনই ডটকমে ভ্যালেন্টাইন অফার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১২
এখনই ডটকমে ভ্যালেন্টাইন অফার

এখনই ডটকম ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে দিচ্ছে বিশেষ অফার। এতে স্যামসাং ‘করবি২’ এবং ‘এস৩৬০০‘ সেট কিনলে থাকছে ভ্যালেন্টাইনস উপহার।



শুধু এখনই ডটকম থেকে গ্রাহকরা এ বিশেষ অফারের কুপন সংগ্রহ করতে পারবেন। কুপনটি এসএমএস এর মাধ্যমে গ্রাহকের মোবাইল ফোনে পাঠিয়ে দেওয়া হবে।

দেশব্যাপী নির্ধারিত আউটলেটে এ এসএমএস দেখিয়ে এবং মূল্য পরিশোধ করে ফ্রি হেয়ার ড্রায়ার সংগ্রহ করা যাবে।

এ অফার ছাড়াও ভ্যালেন্টাইনস ডে অফার হিসেবে এখনই ডটকমে থাকছে ইচি রেস্টুরেন্ট, ক্রিম অ্যান্ড ফাজ, এলএ কালারস কসমেটিকস, বিউটি কোর বিউটি পার্লার এবং প্যাম্পি রেস্টুরেন্ট ছাড়াও আকর্ষনীয় নানান অফার।

এখনই ডটকমের প্রধান নির্বাহী শামীম আহসান বাংলানিউজকে বলেন, এখনই ডটকম (www.akhoni.com) সর্বোচ্চ মূল্যছাড় এবং দেশি ই-কমার্স থেকে পণ্য ক্রয়ে সারা বছরই বাজারমূল্যের চেয়ে কম দামে মানসম্পন্ন পণ্য ও সেবা নিশ্চিত করবে।

বাংলাদেশ সময় ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।