ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১২ হাজারে রাইটার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১২
১২ হাজারে রাইটার

আসুস ব্র্যান্ডের ‘বিডব্লিউ-১২বি১এলটি’ মডেলের ইন্টারনাল ব্লুরে রাইটার এখন দেশেই পাওয়া যাচ্ছে। এটি দ্রুত গতিসম্পন্ন ব্লুরে রাইটার।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

এ রাইটারটি ১২এক্স গতিতে ব্লুরে ডিস্কে রাইট করতে পারে। এটি ৮এক্স গতিতে ব্লুরে ডিস্ক রিড করতে পারে। এ ছাড়া এটি বিদ্যমান সব ডিস্ক ফরম্যাটে ডেটা রিড, রাইট এবং রিরাইট করতে পারে।

সাটা ইন্টারফেসের এ ব্লুরে রাইটারে আছে ওটিএস (অপটিমাল টিউনিং স্ট্র্যাটেজি)। এটি দ্রুত এবং উন্নতমানের ডেটা রাইট নিশ্চিত করে। এটি অত্যাধুনিক ব্লুরে থ্রিডি প্রযুক্তি সমর্থন করবে।

এতে আরও আছে ম্যাজিক সিনেমা প্রযুক্তি। উচ্চমানের ১০৮০ মুভি দেখার সঙ্গে ডলবি ডিজিটাল ইএক্স, ডিটিএস-এইচডি (৫.১ চ্যানেল) অডিও উপভোগের নিশ্চয়তা দেয়।

এ ছাড়া ‘ডিস্ক এনক্রিপশন’ ফিচারে পাসওয়ার্ড দিয়ে অপরিচিত ব্যক্তি থেকে ডিস্কের তথ্যকে সুরক্ষিত রাখা যায়। এ মুহূর্তে দাম ১২ হাজার টাকা। হ্যালো: ০১৭১৩২৫৭৯৩৮, ৮১২৩২৮১।

বাংলাদেশ সময় ২২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।