ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে উইন্ডোজ অ্যাপ কনটেস্ট শুরু

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২
দেশে উইন্ডোজ অ্যাপ কনটেস্ট শুরু

মাইক্রোসফট এবং প্রিয় ডটকম যৌথ আয়োজনে মোবাইল অ্যাপলিকেশন ‘উইন্ডোজ ফোন অ্যাপ কনটেস্ট’ শুরু হলো। পেশাদার ডেভেলপার এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়।



সম্মিলিতভাবে ‘হ্যালো ওয়ার্ল্ড!’ উচ্চারণের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন প্রিয় টেক সম্পাদক জাকারিয়া স্বপন।

প্রিয় টেক সম্পাদক জাকারিয়া স্বপন বলেন, দেশের তরুণদের আছে আন্তর্জাতিক মানের দক্ষতা। এ দক্ষতাকে কাজে লাগাতে হবে, জানাতে হবে বিশ্বকে। তরুণদের দক্ষতাকে উন্নীত করার জন্যও কিছু উদ্যোগের দরকার ছিল, এ প্রতিযোগিতা উদ্যোগের তেমনই একটি অংশ।

এ অনুষ্ঠানে মাইক্রোসফট বাংলাদেশের ডেভেলপার ইভাঞ্জালিস্ট অমি আজাদ উইন্ডোজ ফোন প্ল্যাটফর্মের গুরুত্ব। আইডিসি এবং গার্টনার সূত্র জানিয়েছে, ২০১৫ সালে স্মার্টফোন প্ল্যাটফর্মের শীর্ষ জায়গাটি দখলে রাখবে গুগলের অ্যানড্রইড। এরপরেই থাকবে উইন্ডোজ ফোন প্ল্যাটফর্মের অবস্থান। অ্যাপলের আইওএস প্ল্যাটফর্মের অবস্থান তখন তিনে দাঁড়াবে।

অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট বিষয়ে বিস্তারিত জানান, ব্রিটিশ টেলিকমের সফটওয়্যার ডেভেলপার তানযিম সাকিব। এ সফটওয়্যার তৈরির বিভিন্ন কারিগরি দিক বর্ণনা করেন। এতে অংশ নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী আলাউদ্দিন।

তানযিম জানান, এ প্রতিযোগিতার কথা প্রথম ফেসবুকেই জানতে পারি। মোবাইল অ্যাপলিকেশন তৈরির আগ্রহ থেকেই এ প্রতিযোগিতায় অংশ নিয়েছি।

এ প্রতিযোগিতার সমন্বয়ক ফাহিম ইবনে সারওয়ার জানান, এরই মধ্যে যারা প্রতিযোগিতার জন্য যারা নিবন্ধন করেছেন তাদেরকে মাইক্রোসফটের ঢাকা অফিসে মোবাইল অ্যাপলিকেশন তৈরিতে প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহীরা এখনও (tech.priyo.com/WPAppCon) এ ঠিকানা থেকে নিবন্ধন বিষয়ে তথ্য পাবেন।

বাংলাদেশ সময় ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।