ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে হুয়াওয়ে মিডিয়াপ্যাড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২
দেশে হুয়াওয়ে মিডিয়াপ্যাড

ঢাকা: প্রথম ট্যাবলেট অ্যানড্রয়েড-৪ মিডিয়াপ্যাড বাজারে ছেড়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিশ্বের শীর্ষ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেড।

এটি বিশ্বের সর্বপ্রথম মিডিয়াপ্যাড যাতে প্রথমবারের মতো সর্বাধুনিক অ্যাড্রয়েট-৪ আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেম ব্যবহার চালু করা হয়েছে।



গত বছরের জুনে প্রথম বাজারে আসে মিডিয়াপ্যাডটি। এটি ছিলো বিশ্বের প্রথম সাত ইঞ্চি অ্যড্রয়েট- ৩ দশমিক ২ ট্যাবলয়েড।
 
সর্বশেষ প্রযুক্তির এ মিডিয়াপ্যাড গ্রাহকদের আবারও সর্বশেষ ও সর্বাধুনিক সকল সেবাসহ অ্যড্রয়েট জগতের সব সুবিধা দিবে।

১০৮০ পিক্সেলর এইচডি ভিডিও প্লেব্যাকসহ ২১৭ পিপিআই এ ১২৮০ঢ ৮০০ পিক্সেলর স্ক্রিন রেজুলেশনের অত্যাধুনিক ডিসে¬ থাকছে এতে।

এছাড়াও মিডিয়প্যাডটিতে রয়েছে ১ দশমিক ২ গিগাহার্জ ডুয়েলকোর প্রসেসর এবং ছয় ঘণ্টারও বেশি ব্যাটারি ব্যাকআপ।

হুয়াওয়ের এ নতুন মিডিয়াপ্যাডটি এ বছরের প্রথম প্রান্তিকে কয়েকটি নির্ধারিত মার্কেটে পাওয়া যাবে। যাদের মিডিয়াপ্যাডটি আছে তারা অ্যাড্রয়েট-৪ সর্বেশেষ ভার্সন গ্রহণ করতে পারবেন।

হুয়াওয়ে ১৯৯৮ সালে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। তখন থেকেই কোম্পানিটি বাংলাদেশের সকল টেলিকম অপারেটরকে পরিপূর্ণ সেবা দিয়ে আসছে এবং বর্তমানে দেশের যোগাযোগ প্রযুক্তি খাতে শীর্ষস্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বুয়েটে নেটওয়ার্কিং উপকরণ প্রদান ও আইপি ট্রেনিং সেন্টার স্থাপন, পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে  আইটি ল্যাব স্থাপনসহ  কোম্পানিটি সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি বাস্তবায়ন করছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।