ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে ভাইবার লেন্স চালু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
বাংলাদেশে ভাইবার লেন্স চালু

ঢাকা: বিনামূল্যে এবং সহজে যোগাযোগের জন্য বিশ্বের অন্যতম অ্যাপ রাকুতেন ভাইবার সম্প্রতি বাংলাদেশে চালু করেছে ভাইবার লেন্স।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এক অনলাইনে সংবাদ সম্মেলনে জানানো হয়, ইন-অ্যাপ ক্যামেরায় অগমেন্টেড রিয়েলিটির (এআর) এই ফিচারটি প্রিয়জন, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সঙ্গে প্রতিদিনের কথোপকথনে নতুন মাত্রা যোগ করবে।

বাংলাদেশে এখন ভাইবার লেন্স ব্যবহারে নিয়মিত কথোপকথন আরও উপভোগ্য ও বিনোদনমূলক হবে।

ভাইবার লেন্সের প্রথম ব্যাচের সঙ্গে ইন-অ্যাপ ক্যামেরায় অগমেন্টেড রিয়েলিটির উপযোগিতা যুক্ত করতে স্ন্যাপ ইনকর্পোরেশনের সঙ্গে অংশীদারিত্ব করছে রাকুতেন ভাইবার। এই ফিচারে ৩০টিরও বেশি আকর্ষণীয় ফিল্টার রয়েছে। এর মধ্যে রয়েছে অ্যানিমেল মাস্ক, ফ্যান্টাসি ইফেক্ট এবং ব্যবহারকারীদের পছন্দের ভাইবার ক্যারেক্টার। ভাইবার ক্যামেরা চালুর পর পছন্দের ফিল্টার বাছাই করে ছবি তুলে তাৎক্ষণিকভাবে তা পাঠানোর মাধ্যমে কথোপকথনকে আরও উপভোগ্য করে তুলতে পারবেন। লেন্সের মাধ্যমে স্ক্রিনে প্রদর্শিত স্টিকার যুক্ত করে বা রঙ পাল্টে কাস্টোমাইজ করার সুযোগও পাবেন।

এছাড়াও, বিভিন্ন পার্টনার যেমন- বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড ও এফসি বার্সেলোনা ইত্যাদি ব্র্যান্ড লেন্স ব্যবহার করে গুরুত্বপূর্ণ বিষয়, সমস্যা এবং তাদের পছন্দের স্পোর্টস টিমের প্রতি সমর্থন প্রকাশ করতে পারবেন।

রাকুতেন ভাইবার লক্ষ্য নিশ্চিত করতে প্রতি মাসে কমপক্ষে বিশটি অতিরিক্ত লেন্স যুক্ত করার পরিকল্পনা করছে। বাংলাদেশের ভাইবার ব্যবহারকারীরা এখন তাদের কথোপকথনে লেন্স যুক্ত করে আরও উপভোগ্য উপায়ে প্রিয়জনদের সঙ্গে চ্যাট করতে পারবেন।

রাকুতেন ভাইবারের চিফ গ্রোথ অফিসার আনা জামেনস্কায়া বলেন, নতুন ভাইবার লেন্স চালুর মাধ্যমে আমরা এআরকে নতুন উচ্চতায় নিয়ে গেছি। চলমান বৈশ্বিক মহামারির কারণে আমাদের যেসব ব্যবহারকারী পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, তারা আরও উন্নত উপায়ে পুনরায় যোগাযোগ এবং স্মরণীয় মুহূর্তগুলো ভাগ করে নিতে আগ্রহী হয়ে উঠেছেন।

তিনি আরও বলেন, ভাইবার লেন্স অনন্য উপায়ে কল্পনাকে বাস্তবে পরিণত করে। আমরা বিশ্বাস করি, এটি ভবিষ্যতে আমাদের পণ্যগুলোতে উদ্ভাবনী এবং চমকপ্রদ নতুন কিছু যুক্ত করতে উৎসাহিত করবে।

রাকুতেন ভাইবার এপিএসির জ্যেষ্ঠ পরিচালক ডেভিড সে বলেন, ভাইবার লেন্সের ব্যবহারকারীদের আরও সৃজনশীল, উপভোগ্য এবং প্রাণবন্ত কথোপকথনে সহায়তা করবে। অ্যাপের মাধ্যমে পাঠানো মেসেজ, ভিডিও এবং ছবির সুরক্ষা নিশ্চিত করতে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী ভাইবার লেন্সে সবচেয়ে উন্নত এআর সক্ষমতা অন্তর্ভুক্ত করেছি। এছাড়া, আমরা বাংলাদেশের জন্য বিশেষ স্থানীয় লেন্স চালু করার কথা ভাবছি। বাংলাদেশে এসব ফিচার আনতে পেরে এবং আরও সৃজনশীল উপায়ে তাদের চিন্তাভাবনা এবং অনুভূতি প্রকাশ করার সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

বাংলাদেশ সময়:১৬০৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এমআইএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।