ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টি২০ বিশ্বকাপের ম্যাচ দেখুন মাইজিপি-বায়োস্কোপে

তথ্য-প্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
টি২০ বিশ্বকাপের ম্যাচ দেখুন মাইজিপি-বায়োস্কোপে

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে সারা বিশ্ব। ক্রিকেট পাগল বাংলাদেশের মানুষও মজেছে বিশ্বকাপে।

প্রাথমিক পর্বের বাধা টপকে সুপার টুয়েলভে খেলছে বাংলাদেশ। সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিকদের ব্যাটে-বলের লড়াইয়ের এক মুহূর্তও মিস করতে রাজি না ক্রিকেট প্রিয় বাংলাদেশের মানুষ।

অথচ খেলা চলাকালীন বিভিন্ন প্রয়োজনে বাইরে যেতে হয়। অথবা আপনি হয়তো এমন কোনো জায়গায় আছেন, যেখানে টেলিভিশনে বিশ্বকাপ খেলা দেখা সম্ভব না। তাহলে কি আপনি প্রিয় দলের খেলা মিস করবেন?

যারা প্রিয় দলের একটি শটও মিস করতে চান না তাদের জন্য সুখবর! যেখানেই থাকুন না কেন, বিশ্বকাপ খেলা থাকবে আপনার সঙ্গে। ওমান ও আরব আমিরাতে অনুষ্ঠিত জমজমাট টি২০ বিশ্বকাপ এখন আপনার স্মার্টফোনের পর্দায়!

মাইজিপি অ্যাপ থেকে ইন্টারনেট প্যাক কিনে টি২০ বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে মাইজিপি অ্যাপ ও বায়োস্কোপে।

মঙ্গলবার (২ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এএটি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।