ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিরাজগঞ্জ-উল্লাপাড়ার টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
সিরাজগঞ্জ-উল্লাপাড়ার টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে

ঢাকা: উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীর টেলিযোগাযোগ (উত্তরাঞ্চল) অঞ্চলের আওতাধীন ডিজিএম (টেলিকম) পাবনার অধীন সিরাজগঞ্জ ও উল্লাপাড়া টেলিফোন এক্সচেঞ্জের পুরাতন টেলিফোন নম্বরগেুলো বিটিসিএলের এমওটিএন প্রকল্পের আওতায় নতুন স্থাপিত এক্সচেঞ্জের ১১ ডিজিটের নতুন নম্বর দ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে।
 
বুধবার (০৩ নভেম্বর) বিটিসিএলের জিএম (মার্কেটিং এবং পিআর অ্যান্ড পি) মীর মোহাম্মদ মোরশেদ এতথ্য জানিয়েছেন।


 
তিনি জানান, সিরাজগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জের পুরাতন নম্বর ০৭৫১৬XXXX এগার ডিজিটের পরিবর্তিত নতুন নম্বর (০২৫৮৮৮৩XXXX) এবং উল্লাপাড়া টেলিফোন এক্সচেঞ্জের পুরাতন ০৭৫২৯৫৬XXXনম্বর ০২৫৮৮৮৩XXXXদ্বারা পরিবর্তিত হবে। প্রতিস্থাপনের সময় যথাসম্ভব পুরাতন নম্বরের শেষ ডিজিটসমূহ মিল রেখে নতুন নম্বর দেওয়া হচ্ছে।
 
গ্রাহকদের সুবিধার্থে পুরাতন ও নতুন নম্বরগুলোর তালিকা বিটিসিএলের ওয়েব সাইটে দেওয়া আছে। নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহককে নতুন নম্বরটি ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। গ্রাহকদের নম্বর পরিবর্তন বিষয়ে তথ্য জানতে চাইলে যেকোনো সময় বিটিসিএলের কল সেন্টার ‘১৬৪০২’ তে ফোন করতে পারেন অথবা অফিস সময়ে সিরাজগঞ্জ এক্সচেঞ্জের জন্য ০২৫৮৮৮৩০৭০০ অথবা ০২৫৮৮৮৩০৭০১ নম্বরে এবং উল্লাপাড়া এক্সচেঞ্জের জন্য ০২৫৮৮৮৩৪০০০ অথবা ০২৫৮৮৮৩৪০৯৯ নম্বরে ফোন করতে পারবেন।
 
বিটিসিএল থেকে বিটিসিএল কিংবা মোবাইল থেকে বিটিসিএল নম্বরে কল করতে পরিবর্তিত ১১ ডিজিট ডায়াল করতে হবে। তবে বাংলাদেশের বাইরে থেকে পরিবর্তিত নম্বরে কল করতে হলে ‘৮৮’ যুক্ত করে ১৩টি ডিজিট চাপতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।