ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে নতুন ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১২
দেশে নতুন ল্যাপটপ

এইচপি প্যাভিলিয়ন ‘ডিভি৬ সিরিজের ৬সি০২টিএক্স’ মডেলের নতুন ল্যাপটপ এখন দেশে। মূল পর্দা ১৫.৬ ইঞ্চি।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

এ মডেলের বৈশিষ্ট্য ইন্টেল সেকেন্ড জেনারেশন কোরআই ফাইভ ৩.১ গিগাহার্টজ টার্বো প্রসেসর, ৪ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম, ৭৫০ গিগাবাইট হার্ডডিস্ক, ডায়াগোনাল হাই-ডেফিনিশন এলইডি ডিসপ্লে এবং লাইট স্ক্রাইব সুপার মাল্টি ডিভিডি রাইটার।

বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আছে ৭৬৯০ এমটিএক্স মডেলের ১ গিগাবাইট  ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এবং বিটস অডিও সুবিধা। উচ্চমানের গ্রাফিকস, হাইডেফিনিশন ভিডিও এবং অডিও খুব স্বাচ্ছন্দ্যে উপভোগ করা যায়। অপারেটিং সিস্টেমে আচে প্রকৃত উইন্ডোজ সেভেন হোম প্রিমিয়াম। আছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। হ্যালো: ০১৭৩০ ৭০১৯১০।

বাংলাদেশ সময় ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।