ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিশ্বের অর্ধেক মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছাতে জাতিসংঘের তাগিদ

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০
বিশ্বের অর্ধেক মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছাতে জাতিসংঘের তাগিদ

২০১৫ সালের মধ্যে বিশ্বের অর্ধেক মানুষের উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সেবাভুক্ত হওয়া উচিত। সঙ্গে বিশ্বের সব দেশের সরকারি এজেন্ডায় ইন্টারনেট সেবার অগ্রাধিকার পাওয়া উচিত।

উল্লেখিত মন্তব্যগুলো করেন জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব হামাদান তুর।

তিনি বিশ্বের বিভিন্ন দেশের সরকারদের একত্রিত হয়ে ইন্টারনেটনির্ভর ভবিষ্যৎ গড়ার আহ্বান জানিয়েছেন। কারণ বিশ্বের উন্নত দেশগুলোর শতকরা ৫০ ভাগ এখনও ব্রডব্যান্ড সেবার আওতায় আসেনি। আইটিইউ সূত্র মতে, এ মুহূর্তে বিশ্বের উন্নত দেশগুলোর শতকরা ৩০ ভাগ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার আওতায় আছে।

অন্যদিকে প্রতি ১০টি উন্নয়নশীল দেশের একটি ব্রডব্যান্ড সেবার আওতায় এসেছে। আর দরিদ্র দেশের বেলায় এ হিসাব তুলনামূলক আরও কম। কারণ এ মুহূর্তে প্রতি ১০০টি দরিদ্র দেশের মাত্র একটি ব্রডব্যান্ড সেবার আওতায় আছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।