ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিটিসিএলের বিল পরিশোধ সহজ হলো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
বিটিসিএলের বিল পরিশোধ সহজ হলো

ঢাকা: গ্রাহক ভোগান্তি লাঘবে অত্যাধুনিক বিজনেস অপারেশনস সাপোর্ট সিস্টেম চালু করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

বিটিসিএলের টেলিফোন, জিপন এবং এডিএসএলের বিল এখন বিকাশ, নগদ, রকেট এবং ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে খুব সহজে পরিশোধ করা যাচ্ছে।

এজন্য কাগজে প্রিন্টেড বিল পাওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড পিআর) মীর মোহাম্মদ মোরশেদ।

এখন বিটিসিএলের টেলিফোন, জিপন এবং এডিএসএলের উল্লেখিত বিল অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিম্নের ফরমেটে ইনভয়েস নম্বর দিয়ে পরিশোধ করা যাবে।

ফরমেট হচ্ছে: R YY MM Area Code+ phone number(R=Regular Bill, YY=Year, MM=Month).

উদাহরণ: ‘0248311500’ নম্বরে ২০২১ এর সেপ্টেম্বর মাসের বিল পরিশোধ করতে R 21 09 0248311500.

ইনভয়েস নম্বর দেওয়ার পর 0248311500  নম্বরে টেলিফোনে ২০২১ এর সেপ্টেম্বর মাসের বিল দেখা যাবে এবং পেমেন্ট করা যাবে। এভাবে বিটিসিএলের অন্যান্য টেলিফোন নম্বরের যে কোনও মাসের বিল পরিশোধ করা যাবে।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
এমআইএইচ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।