ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪৬ হাজারে টাচস্ক্রিন পিসি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২
৪৬ হাজারে টাচস্ক্রিন পিসি

আসুস ‘ইটি২০১১ইটি’ মডেলের মাল্টি টাচস্ক্রিন ফাংশনের অল ইন ওয়ান পিসি এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ২০ ইঞ্চি।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

এ পিসির সবগুলো কম্পোনেন্টই এ টাচস্ক্রিন এলইডি প্যানেলটির সঙ্গে বিল্টইন। তাই এটি অফিস/বাসা এ দুই জায়গাতেই সহজেই মানিয়ে যায়।

এর সবগুলো ফাংশন বা অ্যাপলিকেশনগুলো আঙ্গুলের ছোঁয়ায় পরিচালনা করা যায়। আল্ট্রাস্লিম ডিজাইনের এ অল ইন ওয়ান পিসিতে আছে ৩.২ গিগাহার্টজ গতির ইন্টেল ডুয়ালকোর প্রসেসর, ২ জিবি ডিডিআরথ্রি র‌্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক এবং অনবোর্ড গ্রাফিকস।

আর বিনোদন প্রযুক্তিতে আছে বিল্টইন স্পিকার, গিগাবিট ল্যান, ওয়্যারলেস ল্যান, ওয়েবক্যাম, ৪টি ২.০ ইউএসবি পোর্ট, মেমোরি কার্ড রিডার, ভিজিএ পোর্ট, ইউএসবি মাউস এবং কিবোর্ড।

এ ছাড়াও এতে ওয়াল-মাউন্টের সুবিধা থাকায় একে বাসা বা অফিসের দেয়ালের সুবিধাজনক জায়গায় ঝুলিয়ে রাখা যায়। এ মুহূর্তে দাম ৪৬ হাজার ৫০০ টাকা। হ্যালো: ০১৯১৫ ৪৭৬৩৫৫, ৮১২৩২৮১।

বাংলাদেশ সময় ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।